চাকরি দেওয়ার নামে প্রতারণা, ধৃত শিক্ষক-সহ ২

ভুয়ো ওয়েবসাইট খুলে চাকরিপ্রার্থীদের প্রতারণা করার অভিযোগে সোমবার রাতে এক সাসপেন্ড হওয়া শিক্ষক এবং এক ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর সাইবার থানার পুলিশ। ধৃতদের নাম রমানন্দ চৌধুরী (৫৪) এবং রমেন সিংহ (৩০)। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০০:৪২
Share:

ভুয়ো ওয়েবসাইট খুলে চাকরিপ্রার্থীদের প্রতারণা করার অভিযোগে সোমবার রাতে এক সাসপেন্ড হওয়া শিক্ষক এবং এক ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর সাইবার থানার পুলিশ। ধৃতদের নাম রমানন্দ চৌধুরী (৫৪) এবং রমেন সিংহ (৩০)।

Advertisement

স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার এই ঘটনায় এর আগে মোশারফ আলি নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষককেও গ্রেফতার করা হয়েছিল। এই নিয়ে মোট ৩ জনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার থানা। ধৃতদের কাছ থেকে নগদ প্রায় ৯১ হাজার টাকা ছাড়াও প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে সহকারী শিক্ষক পদের ভুয়ো নিয়োগপত্র, গ্রুপ ডি পদে পরীক্ষার আবেদনপত্র, বেকার যুবক-যুবতীদের বায়োডেটা, বিভিন্ন স্কুলের টিচার ইন-চার্জের স্ট্যাম্প, মোবাইল ফোন, বিভিন্ন ব্যাঙ্কের নথি, দু’টি ল্যাপটপ, একটি আইফোন, তিনটি প্যান কার্ড এবং তিনটি এটিএম কার্ড উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রঞ্জিত রায় নামে এক যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সম্প্রতি পুলিশ মোশারফকে গ্রেফতার করেছিল। তাঁকে জেরা করে দক্ষিণ ২৪ পরগনার একটি স্কুলের এক সাসপেন্ড হওয়া শিক্ষক রমানন্দ এবং এক তথ্যপ্রযুক্তি কর্মী রমেনের নাম জানতে পারে পুলিশ। তার পরেই সোমবার সোনারপুরে রমানন্দের বাড়িতে পুলিশ হানা দেয়। সেখান থেকে বাজেয়াপ্ত করা নথি দেখে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, একাধিক বেকার যুবক-যুবতীকে প্রতারিত করেছে এই চক্র। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করতে মোট তিনটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়েছিল বলে জেরায় ধৃতেরা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রের খবর। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement