EX TMC Councillor

প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গুলি করার চেষ্টা! ধরে ফেলতে বন্দুকের বাট দিয়ে মাথায় মেরে পালাল দুষ্কৃতী

সোমবার সকালে নির্মল নিজের ওয়ার্ড অফিসে তালা খুলতে যান। অভিযোগ সেই সময় পিছন থেকে এক জন তাঁকে গুলি করার চেষ্টা করেন। অভিযুক্তের মুখে ছিল মাস্ক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১১:১৩
Share:

— প্রতীকী চিত্র।

সল্টলেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ। অভিযোগ, নির্মল হাত ধরে ফেললে অভিযুক্ত বাট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। তার পরে তিনি পালিয়ে যান। ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। নির্মলকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

সূত্রের খবর, সোমবার সকাল ৭টা নাগাদ নির্মল নিজের ওয়ার্ড অফিসে তালা খুলতে যান। অভিযোগ সেই সময় পিছন থেকে এক জন তাঁকে গুলি করার চেষ্টা করেন। অভিযুক্তের মুখে ছিল মাস্ক। প্রাক্তন কাউন্সিলরের পরিচিতদের সূত্রে জানা গিয়েছে, কোনও রকমে অভিযুক্তের হাতটি ধরে ফেলেন নির্মল। সেই সময়ে তাঁর সঙ্গে অভিযুক্তের ধস্তাধস্তি শুরু হয়ে যায় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বন্ধুকের বাট দিয়ে প্রাক্তন কাউন্সিলরের মাথায় আঘাত করেন।

রক্তাক্ত অবস্থায় নির্মল পড়ে যান। চিৎকার শুনে স্থানীয়েরা ছুটে আসতেই অভিযুক্ত পালিয়ে যান। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহত নির্মলকে। অভিযুক্তর খোঁজে রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কী কারণে হামলা, তা-ও দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement