খরচ বাড়ল

সময় নষ্টের কারণে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের মোট খরচ দেড় গুণ বেড়ে গিয়েছে। ভবিষ্যতে তা আরও বাড়বে। শুধু মাত্র পূর্ব-পরিকল্পিত পথ বদলের জন্য ৭৫০ কোটি টাকা বাড়তি খরচ হচ্ছে।

Advertisement
শেষ আপডেট: ১৬ জুন ২০১৫ ০২:২৮
Share:

সময় নষ্টের কারণে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের মোট খরচ দেড় গুণ বেড়ে গিয়েছে। ভবিষ্যতে তা আরও বাড়বে। শুধু মাত্র পূর্ব-পরিকল্পিত পথ বদলের জন্য ৭৫০ কোটি টাকা বাড়তি খরচ হচ্ছে। ২০০৮ সালে প্রকল্পের মোট খরচ ছিল ৫০০০ কোটি টাকা। সোমবার মার্চেন্ট চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে এ কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি জানান, প্রকল্পের প্রথম দফার কাজ অনেকটা এগিয়েছে। তাঁর দাবি, ২০১৭ সালের ডিসেম্বরে সল্টলেক-শিয়ালদহ লাইনে ট্রেন চালু হবে। দ্বিতীয় পর্বে রয়েছে শিয়ালদহ থেকে হাওড়া পর্যন্ত লাইন। এই পর্বে পথ বদলের প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। বাবুল জানান, তাতে নীতিগত সম্মতি দিয়েছে কেন্দ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন