হাওড়া স্টেশনের দিঘা বাসস্ট্যান্ডে সরকারি জমিতে গড়ে উঠেছিল হকার সমিতির এই অফিসটি। সাবওয়ে বাসস্ট্যান্ড হকার্স সমিতি নামে এই অফিসের সাইনবোর্ডে উত্তর হাওড়ার তৃণমূল সভাপতি গৌতম চৌধুরীর নাম ছিল। অভিযোগ উঠেছিল, ওই অফিস থেকে স্টেশন ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তোলাবাজি চালানো হচ্ছে। সোমবার সেই সাইনবোর্ড খুলে সব জিনিস বার করে তালা দিয়ে দিলেন গৌতম চৌধুরীই।