Durga Puja 2017

ফেসবুক লাইভ @ বাগবাজার সর্বজনীন

হয়তো সকালে ঘুম ভাঙেনি আপনার বা কোনও কারণে মিস করে গিয়েছেন আমাদের ফেসবুক লাইভ? কোনও চিন্তা নেই। উপায় আছে হাতের কাছেই। নীচের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের সঙ্গে ‘সরাসরি’ পৌঁছে যান ‘বাগবাজার সর্বজনীন’-এ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৭ ১৭:৩০
Share:

অষ্টমীর অঞ্জলি সকলের কাছেই খুব স্পেশাল। এমন মানুষ রয়েছেন যাঁরা অন্য কোনও পুজোয় অংশ না নিলেও দুর্গা পুজোর অষ্টমীর অঞ্জলিটা মাস্ট। এমন অনেকে আছেন, মাঞ্জা দিয়ে অঞ্জলির সময় প্যান্ডেলে যাওয়াতেই পুজোর সার্থকতা। হালকা ঝাড়ি, অঞ্জলির গাঁদা ফুল ঠাকুরের পায়ে না পৌঁছে আটকে থাকে সুন্দরীর চুলে— এ তো চেনা ছবি। আবার অনেকেই সারা বছর অপেক্ষা করে থাকেন এই দিনটার জন্য। ভক্তিভরে অষ্টমীর অঞ্জলিতে অংশ নেন। আমরা আজ অষ্টমীর অঞ্জলি লাইভ দেখিয়েছি আপনাদের। হাজির ছিলাম বাগবাজার সর্বজনীনের মন্ডপে। সেখান থেকেই লাইভ অঞ্জলি দেখেছেন আপনারা ফেসবুকের মাধ্যমে। দেশের বাইরে থেকে বহু দর্শক এ দিন দেখেছেন অঞ্জলির লাইভ। আপনাদের মতামতও শেয়ার করেছেন আমাদের সঙ্গে।

Advertisement

আরও পড়ুন, ফেসবুক লাইভ @ কুমারী পুজো

হয়তো সকালে ঘুম ভাঙেনি আপনার বা কোনও কারণে মিস করে গিয়েছেন আমাদের ফেসবুক লাইভ? কোনও চিন্তা নেই। উপায় আছে হাতের কাছেই। নীচের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের সঙ্গে ‘সরাসরি’ পৌঁছে যান ‘বাগবাজার সর্বজনীন’-এ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement