নকল নিয়োগপত্র, ফের ধৃত ১

প্রাথমিক শিক্ষা পর্ষদের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক শিক্ষক পদে নকল নিয়োগ পত্র দেওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছিল বিধাননগর পূর্ব থানার পুলিশ। তারই পরিপ্রেক্ষিতে সোমবার রাতে রিষড়া থেকে গ্রেফতার করা হল পার্থ চক্রবর্তী নামে এক ব্যক্তিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ০১:৫৯
Share:

প্রাথমিক শিক্ষা পর্ষদের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক শিক্ষক পদে নকল নিয়োগ পত্র দেওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছিল বিধাননগর পূর্ব থানার পুলিশ। তারই পরিপ্রেক্ষিতে সোমবার রাতে রিষড়া থেকে গ্রেফতার করা হল পার্থ চক্রবর্তী নামে এক ব্যক্তিকে। এই ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছিল আরও এক ব্যক্তিকে। তাঁকে জেরা করে পার্থের নাম জানতে পারেন তদন্তকারীরা।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃত পার্থই নকল নিয়োগ পত্র সরবরাহ করেছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। মঙ্গলবার পার্থকে বিধাননগর আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। বিধাননগরের এক পুলিশ কর্তা জানিয়েছেন, নকল নিয়োগ পত্র সরবরাহের ঘটনায় কোনও চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রায় মাস খানেক আগে প্রাথমিক শিক্ষকের একটি নিয়োগ পত্র নিয়ে এক যুবক সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদে যান। সেই নিয়োগ পত্র দেখে পর্ষদ কর্তাদের সন্দেহ হয়। পরীক্ষা করে জানা যায়, সেটি নকল বা জাল। তাঁরা ওই নকল নিয়োগ পত্র-সহ সেই চাকুরীপ্রার্থী যুবককে পুলিশের হাতে তুলে দেন। এর পরেই শুরু হয় তদন্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement