হলফনামা-নোটারি জাল চক্রের সন্ধান

বুধবার শিয়ালদহের জগৎ সিনেমা হলের সামনে থেকে গ্রেফতার করা হল চক্রের পাণ্ডাকে। ধৃতের নাম পার্থ ভট্টাচার্য। ধৃতকে বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক তার পুলিশি হেফজাতের নির্দেশ দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৮ ০২:২৪
Share:

শিয়ালদহের একটি সিনেমা হলের সামনে ট্রাম রাস্তার ধারে ডান হাতে কালো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকবেন এক ব্যক্তি।— পুলিশের কাছে শুধু এটুকুই তথ্য ছিল। সেই সূত্র ধরেই এক জালিয়াত চক্রের সন্ধান পেল আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ।

Advertisement

বুধবার শিয়ালদহের জগৎ সিনেমা হলের সামনে থেকে গ্রেফতার করা হল চক্রের পাণ্ডাকে। ধৃতের নাম পার্থ ভট্টাচার্য। ধৃতকে বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক তার পুলিশি হেফজাতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রের খবর, আদালতের হলফনামা এবং নোটারি জাল করার সঙ্গে যুক্ত চক্রটি। পার্থের থেকে উদ্ধার হয়েছে বিচারকের জাল স্বাক্ষর করা স্ট্যাম্প পেপার, হলফনামা এবং বিচারকদের ভুয়ো সিলমোহর। ওই চক্রে আরও সদস্য রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে।

Advertisement

কী ভাবে খোঁজ পেলেন তদন্তকারীরা? পুলিশ জানায়, সূত্র মারফত তদন্তকারীরা জানতে পারেন, শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায় কয়েক জন ব্যাক্তি বিভিন্ন বিচারকের স্বাক্ষর এবং সিলমোহর জাল করে হলফনামা ও নোটারি করিয়ে দিচ্ছে। এর পরেই তদন্তকারীরা বুধবার দুপুরে ফাঁদ পাতেন নির্দিষ্ট জায়গায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, হলফনামা এবং নোটারির প্রয়োজনে বিভিন্ন আদালতে ভিড় জমান মানুষের সঙ্গে ভাব জমাত চক্রের সদস্যেরা। কম খরচে দ্রুত হলফনামা ও নোটারি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হত তাঁদের থেকে। পরে শিয়ালদহ-সহ বিভিন্ন জায়গায় আসতে বলে হলফনামা ও নোটারির কাগজ তুলে দেওয়া হত।

তদন্তকারীদের দাবি, চক্রটি ব্যাঙ্কশাল, শিয়ালদহ এবং আলিপুর আদালতের বিচারকদের স্বাক্ষর জাল করে ভুয়ো হলফনামা ও নোটারি করত। তবে কোথায় সে কাজ হত, তা বৃহস্পতিবার রাত পর্যন্ত জানতে পারেনি পুলিশ। আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে। পরে অবশ্য প্রতারণার শিকার এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন