COVID-19

করোনায় মৃত্যু, খবর পেয়ে বাড়ি বন্ধ করে চম্পট

অবশেষে প্রশাসনের তরফে মৃতের পরিজনেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলে বৃহস্পতিবার তাঁর অন্ত্যেষ্টি হয়।  

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২১ ০৬:৪৯
Share:

প্রতীকী ছবি।

তাঁদের পরিবারের এক সদস্যের মৃত্যু হয়েছে করোনায়, এই খবর পেয়ে বাড়িতে তালা দিয়ে পালালেন মৃতের পরিজনেরা! বৃহস্পতিবার এমনই ঘটেছে সাতগাছিয়া বিধানসভার বজবজ দু’নম্বর ব্লকের চড়া রায়পুরে। এর জেরে দীর্ঘ সময় আটকে রইল মৃতের সৎকার। অবশেষে প্রশাসনের তরফে মৃতের পরিজনেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলে বৃহস্পতিবার তাঁর অন্ত্যেষ্টি হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্জয় ভক্ত (৩৭)। কয়েক দিন আগে সংক্রমিত হয়েছিলেন তিনি। প্রশাসনের তরফে সঞ্জয়কে আমতলার একটি সেফ হোমে পাঠানো হয়। পরিবারের বাকি সদস্যদের সুরক্ষিত রাখার জন্য তিনি সেখানে চলে যান। মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ ওই সেফ হোমে মৃত্যু হয় সঞ্জয়ের। অভিযোগ, সেই খবর পাওয়া মাত্রই তাঁর পরিবারের সদস্যেরা বাড়ি বন্ধ করে পালান।

এ দিকে, সঞ্জয়ের কোভিড পরীক্ষার রিপোর্ট এবং অন্যান্য কাগজপত্র ছিল তাঁর পরিজনেদের কাছে। তাঁরা না থাকায় মৃতের সৎকার নিয়ে জটিলতা তৈরি হয়। দীর্ঘক্ষণ দেহ পড়ে থাকে আমতলার ওই সেফ হোমে। সেফ হোমের কর্তৃপক্ষ মৃতের পরিবারের সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করতে না পেরে বজবজ ২ নম্বর ব্লক প্রশাসনের দ্বারস্থ হন। কারণ, তাদের নির্দেশেই সঞ্জয়কে ওই সেফ হোমে ভর্তি করা হয়েছিল। এর পরেই ব্লক প্রশাসনের তরফে মৃতের পরিজনেদের খোঁজ শুরু হয়। তাঁদের সঙ্গে যোগাযোগ করে কাগজপত্র হাতে আসার পরে বৃহস্পতিবার রাতে সঞ্জয়ের শেষকৃত্য সম্পন্ন হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement