Entertainment News

প্রয়াত দিলীপ রায়

১৯৩৫-এর ১৫ অগস্ট দিলীপের জন্ম। স্ট্রাগল করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন তিনি। স্মৃতির সরণিতে হাঁটছিলেন তাঁর ছাত্র দেবজ্যোতি মিশ্র। মাস্টারমশাইয়ের চলে যাওয়া তাঁর কাছে বিরাট ক্ষতির সামিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৯:৪৯
Share:

দিলীপ রায়। ছবি: দেবজ্যোতি মিশ্রের সৌজন্যে।

প্রয়াত হলেন বর্ষীয়াণ মিউজিশিয়ান দিলীপ রায়। শুক্রবার রাতে কলকাতার রামগড়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৩ বছর। বয়সজনিত কারণে শেষের কয়েক দিন অসুস্থ ছিলেন তিনি। শনিবার তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন হয়েছে।

Advertisement

১৯৩৫-এর ১৫ অগস্ট দিলীপের জন্ম। স্ট্রাগল করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন তিনি। স্মৃতির সরণিতে হাঁটছিলেন তাঁর ছাত্র দেবজ্যোতি মিশ্র। মাস্টারমশাইয়ের চলে যাওয়া তাঁর কাছে বিরাট ক্ষতির সামিল।

দেবজ্যোতি বলেন, ‘‘১৯৭৯ থেকে আমি ওঁর কাছে শিখেছি। তার পর প্রফেশনাল ভায়োলনিস্ট হিসেবেও ওঁর কাছেই কাজ শুরু করি। ব্রিলিয়ান্ট ভায়োলনিস্ট ছিলেন। অসাধারণ মিউজিক অ্যারেঞ্জার। ভায়োলিনে গান বাজানো প্রথম উনিই শুরু করেন।’’

Advertisement

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

দেবজ্যোতি শেয়ার করেছেন, দিলীপ রায় ছিলেন সত্যজিৎ রায়ের খুব স্পেশ্যাল মিউজিশিয়ান। ৭০-৮০-এর দশকে বাংলা গানের তিন জন খুঁটির নাম বললে, অলকনাথ দে, ওয়াই এস মুলকির সঙ্গে চলে আসে দিলীপের নামও। দেবজ্যোতির কথায়, ‘‘ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিউজিশিয়ান ইন ইন্ডিয়া।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন