শোক ভুলে ছেলের অঙ্গদান বাবার

পুলিশ জানায়, এ দিন দুপুরে বেরিয়েছিলেন কালীঘাটের নেপাল ভট্টাচার্য রোডের বাসিন্দা ত্রিজিত ঘোষ (২৬)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০১৮ ০২:৪৬
Share:

প্রতীকী ছবি।

অঙ্গদানের অঙ্গীকার করেছিলেন ছেলে। ২৬ বছরের সেই যুবক দুর্ঘটনায় মারা যাওয়ার পরে পুত্রশোক ভুলে হাসপাতালে ছুটলেন বাবা। যাতে ছেলের চোখ এবং ত্বক দান করা যায়। সেই অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় ছেলের চোখ ও ত্বক দান করলেন বাবা স্নেহাশিস ঘোষ।

Advertisement

পুলিশ জানায়, এ দিন দুপুরে বেরিয়েছিলেন কালীঘাটের নেপাল ভট্টাচার্য রোডের বাসিন্দা ত্রিজিত ঘোষ (২৬)। পর্ণশ্রী থানা এলাকার উপেন বন্দ্যোপাধ্যায় রোডে তাঁর মোটরবাইকে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ত্রিজিতকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্নেহাশিসবাবু ছুটে যান হাসপাতালে। এ দিন তিনি বলেন, ‘‘আমার চোখ এবং দেহদানের অঙ্গীকার করা রয়েছে। ছেলেরও দেহ দান করা ছিল। তাই তড়িঘড়ি এসে তা হাসপাতালে জানাই।’’ পুলিশ জানিয়েছে, ত্রিজিতের চোখ সংগ্রহ করেছে একটি বেসরকারি সংগঠন। এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে ত্বক দানের পরে অন্য কোনও অঙ্গ নেওয়ার মতো থাকলে তা-ও দান করা হবে। তার পরে হবে ময়না-তদন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement