Child Death

শিশুর মৃত্যুতে নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ

পুলিশ সূত্রের খবর, নার্সিংহোমের চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বৃহস্পতিবার গড়িয়ার পাটুলি এলাকার বাসিন্দা অদিতি সাহা নামে এক বধূ ওই নার্সিংহোমে ভর্তি হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সোনারপুর শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৯ ০২:২৩
Share:

প্রতীকী ছবি।

এক সদ্যোজাতের মৃত্যুর ঘটনায় নার্সিংহোমের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের হল। রবিবার রাতে সোনারপুর থানায় ওই অভিযোগ দায়ের করা হয়। শিশুর মৃত্যুর পরে নার্সিংহোম ঘেরাও করে বিক্ষোভ দেখান পরিজনেরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, নার্সিংহোমের চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বৃহস্পতিবার গড়িয়ার পাটুলি এলাকার বাসিন্দা অদিতি সাহা নামে এক বধূ ওই নার্সিংহোমে ভর্তি হন। শুক্রবার তিনি যমজ পুত্রসন্তানের জন্ম দেন। নার্সিংহোম সূত্রের খবর, একটি শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে কম ছিল। অদিতির পরিজনেরা জানান, শনিবার ও রবিবার সকালেও দুই সদ্যোজাত স্বাভাবিক ছিল। রবিবার সকালেই মা ও শিশুদের নার্সিংহোম থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল বলেও দাবি পরিবারের।

অদিতিদের পরিবার জানায়, রবিবার সকালে একটি শিশুকে মায়ের কাছ থেকে এক নার্স খাওয়াতে নিয়ে যান। তার আগে সকাল ন’টা নাগাদ ভিডিয়ো কলের মাধ্যমে পরিবারের সবাইকে তিনি সন্তানদের ছবিও দেখিয়েছিলেন। তখন দু’জনেই সুস্থ ছিল। অদিতির অভিযোগ, ‘‘খাবার খাওয়াতে নিয়ে যাওয়ার পরেই

Advertisement

ওই নার্স জানান কম ওজনের শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কিন্তু তার কারণ একাধিক বার জিজ্ঞাসা করা সত্ত্বেও ওই নার্স জানাননি। দুপুর তিনটে নাগাদ ওই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানানো হয়।’’

কিন্তু কী কারণে ওই শিশুর মৃত্যু হয়েছে, সেই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষও কোনও সদুত্তর দেননি। নার্সিংহোমের তরফে বসন্ত শেঠিয়া বলেন, ‘‘ওই সদ্যোজাতের ওজন কম থাকার পাশাপাশি শ্বাসজনিত সমস্যাও ছিল। ওই দিন সকালের পরে শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়। তার জন্য অক্সিজেন-সহ সব ধরনের চিকিৎসারই ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত শিশুটি মারা যায়।’’ নরেন্দ্রপুর থানার পুলিশ অভিযোগের তদন্ত করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন