Narkeldanga

নারকেলডাঙায় আগুন, আতঙ্ক

দমকলকর্মীরা জানান, রাত সাড়ে ৯টা নাগাদ আগুন লাগে। ওই ছোট মালবাহী গাড়িটিতে কাগজ ঠাসা ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২০ ০৫:৩৪
Share:

মালবাহী গাড়িটির আগুন নেভানোর কাজ চলছে। বৃহস্পতিবার, নারকেলডাঙায়। নিজস্ব চিত্র

খালের ধারে সারি দিয়ে দাঁড়িয়ে ছিল ছোট-বড় মালবাহী গাড়ি, লরি। নারকেলডাঙার ক্যানাল ওয়েস্ট রোডে তেমনই একটি কাগজবোঝাই ছোট মালবাহী গাড়িতে বৃহস্পতিবার রাতে আগুন লাগে। আগুনে পুড়ে যায় ওই গাড়িটি। স্থানীয়দের দাবি, সময় মতো ওই গাড়িটির আশপাশে দাঁড় করানো মালবাহী গাড়িগুলিকে সরিয়ে দেওয়ায় আগুন বড় আকার নিতে পারেনি। তবে হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। দমকলের ছ`টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।

Advertisement

দমকলকর্মীরা জানান, রাত সাড়ে ৯টা নাগাদ আগুন লাগে। ওই ছোট মালবাহী গাড়িটিতে কাগজ ঠাসা ছিল। আশপাশে কাগজের গুদাম রয়েছে। এমনকি রাস্তাতেও কাগজ ডাঁই করে রাখা। ফলে আগুন খুব বেশি ছড়িয়ে পড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারত। কারণ ওই জায়গাটিও যথেষ্ট ঘিঞ্জি।

এ দিন ছিল শবে বরাত। সংখ্যালঘু অধ্যুষিত ওই এলাকার বাসিন্দারা ব্যস্ত ছিলেন ধর্মীয় আরাধনায়। আগুনের আতঙ্কে এলাকার মানুষ বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। ফলে এক দিকে আগুন, অন্য দিকে করোনার সংক্রমণের আতঙ্কে পুলিশ ব্যস্ত হয়ে পড়ে ঘটনাস্থলে ভিড় জমানো লোকজনকে ঘরে পাঠাতে। যদিও আগুনে দু’টি ফাঁকা ঝুপড়ি পুড়ে যায়। স্থানীয়েরা জানান, তাঁরা কোনও কিছু ফাটার শব্দ পেয়েছিলেন।

Advertisement

মহম্মদ আলম নামে এক স্থানীয় ব্যক্তির অভিযোগ, ‘‘অতীতেও ওই জায়গায় লরিতে আগুন লেগেছে। তা সত্ত্বেও ওখানেই রাতে মালবাহী গাড়ি পার্কিং করা হয়। এখন লকডাউনের কারণে দিনের বেলাতেও গাড়িগুলি দাঁড়িয়ে থাকে।’’ পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন