Fire at Beltala Slum

ভরদুপুরে বেলতলা বস্তিতে আগুন! বারান্দা থেকে ঝাঁপ দিয়ে বাঁচলেন মহিলা, জখম অন্তত ছ’জন

দমকল সূত্রে খবর, সোমবার দুপুর ২টো ৪০ মিনিট নাগাদ তাঁরা শরৎ বোস লেনের কাছে আগুন লাগার খবর পান। সঙ্গে সঙ্গে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলের দিকে রওনা হয়। তবে তার আগে স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৬:০৫
Share:

চলছে আগুন নেভানোর কাজ। — নিজস্ব চিত্র।

দুপুরে আগুন লেগে গেল শহরের বস্তিতে! সোমবার দুপুরে বালিগঞ্জের কাছে বেলতলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ঘটনায় অন্তত ছ’জন জখম হয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর।

Advertisement

দমকল সূত্রে খবর, সোমবার দুপুর ২টো ৪০ মিনিট নাগাদ তাঁরা শরৎ বোস লেনের কাছে আগুন লাগার খবর পান। সঙ্গে সঙ্গে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলের দিকে রওনা হয়। তবে তার আগে স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে দেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে ৩৯বি, বেলতলা রোডে ঘটনাটি ঘটে। প্রথমে অমিত ময়রা নামে এক বাসিন্দার ঘরে আগুন লেগে যায়। সে সময় বাড়িতে কেউ ছিলেন না। তাই অমিতদের পরিবারের কেউ জখম হননি। আগুন ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীরা আগুন নেভাতে লেগে পড়েন। খবর দেওয়া হয় দমকলে।

Advertisement

জানা গিয়েছে, অমিতদের বাড়ির উল্টো দিকে থাকেন মীরা মণ্ডল। আগুন দেখে আতঙ্কে বারান্দা থেকে ঝাঁপ দেন তিনি। আগুনের তাপে অল্প আহত হয়েছেন তিনি। তবে বাড়ি সংলগ্ন রাস্তাটি সংকীর্ণ হওয়ায় আগুনের হল্কায় তিন মহিলা-সহ গলিতে থাকা বেশ কয়েক জন জখম হন। সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে এসএসকেএম এবং শিশুমঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চার জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরাও বেশ জখম। এ ছাড়া, দু’জন মহিলার আঘাত গুরুতর। তাঁদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement