আগুনে ভস্মীভূত প্রিন্সেপ স্ট্রিটের গুদাম

আগুনে ভস্মীভূত হল প্রিন্সেপ স্ট্রিটের একটি গুদাম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৫ ১৯:২৯
Share:

আগুনে ভস্মীভূত হল প্রিন্সেপ স্ট্রিটের একটি গুদাম।

Advertisement

পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের কাছে পি-২৫ প্রিন্সেপ স্ট্রিটের বাড়িটির (প্রিন্স কোর্ট) চার তলা থেকে গলগল করে ধোঁয়া বার হতে দেখেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাঁরাই বহুবাজার থানায় খবর দেন। থানা খবর দেয় দমকলকে। ওই বাড়িতে বেসরকারি বেশ কয়েকটি সংস্থার অফিস রয়েছে। ছুটির দিন হওয়ায় সেই সব অফিস বন্ধ ছিল। বন্ধ ছিল ওই এলাকার অধিকাংশ দোকানপাটও।

পুলিশ জানায়, কিছু ক্ষণের মধ্যে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের কর্মীরা চার তলায় উঠে দেখেন ধোঁয়া বার হচ্ছে চার তলার ডান দিকের একটি অংশ থেকে। স্থানীয় কয়েকজন দোকান মালিক পুলিশকে জানান, যে ঘর থেকে ধোঁয়া বার হচ্ছে সেটি বেসরকারি একটি সংস্থার যন্ত্রাংশ রাখার গুদাম। গুদামের দরজা ভেঙে সেখানে জল ঢালতে শুরু করেন দমকলের কর্মীরা। সিইএসসি-র লোকজন তার আগেই অবশ্য ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেন।

Advertisement

এর কিছু পরেই দমকলের আরও চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। বড় হোসপাইপ থেকে রিলে ব্যবস্থায় চার তলায় জল ঢালা শুরু হয়। তত ক্ষণে অবশ্য গুদামের পিছনের অংশ থেকে আগুনের শিখা বেরোতে শুরু করেছে। ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন আয়ত্তে আনেন দমকলের কর্মী।

লালবাজারের এক কর্তা জানান, ছুটির দিন হলেও ওই বাড়িতে কেউ আটকে থাকতে পারেন, এই আশঙ্কায় ঘটনাস্থলে পাঠানো হয় বিপর্যয় মোকাবিলা দলকে। মোতায়েন করা হয় অ্যাম্বুল্যান্স। কিন্তু দমকলের অফিসারেরা চার তলায় উঠে সরেজমিনে খতিয়ে দেখে পুলিশকে জানান, বাড়িতে কেউ আটকে নেই।

কী কারণে বন্ধ থাকা গুদামে আগুন লাগল তা এ দিন রাত পর্যন্ত নিশ্চিত জানাতে পারেনি দমকল। তবে দমকলের অফিসারদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন