Kolkata Fire

ফের আগ্নিকাণ্ড কলকাতায়! বানতলার প্লাস্টিক কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

পুলিশ ও দমকল সূত্রে খবর, সোমবার রাত ৯টা নাগাদ আচমকা আগুন লাগে ওই গোডাউইনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ৫টি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ২৩:০০
Share:

বানতলার লালকুঠি এলাকার একটি প্লাস্টিক তৈরি কাঁচামালের গোডাউইনে আগুন লাগল। — নিজস্ব চিত্র।

ফের কলকাতায় অগ্নিকাণ্ড! সোমবার রাতে পূর্ব কলকাতার বানতলার লালকুঠি এলাকার একটি প্লাস্টিক তৈরি কাঁচামালের গোডাউইনে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

পুলিশ ও দমকল সূত্রে খবর, সোমবার রাত ৯টা নাগাদ আচমকা আগুন লাগে ওই গোডাউইনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ৫টি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন দমকলকর্মীরা। প্রয়োজনে ইঞ্জিনের সংখ্যা আরও বৃদ্ধি করা হতে পারে। হাওয়া দেওয়ার ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

গত ১৬ জানুয়ারি তপসিয়ার একটি কারখানায় আগুন লাগে। দমকলের ১১টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ১৫ জানুয়ারি বড়বাজারের বনফিল্ড লেনে রাসায়নিকের একটি গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ছ’টি ইঞ্জিন। ঘণ্টা দুয়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে। গত ১৪ জানুয়ারি বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবপত্রের একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একের পর এক ইঞ্জিন। গত ৭ জানুয়ারি আনন্দপুরের নোনাডাঙায় মাতঙ্গিনী কলোনি বস্তিতে আগুন লাগে। পৌঁছোয় দমকলের ৭টি ইঞ্জিন। ওই ঘটনায় বস্তির একাধিক ঘর পুড়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement