Santoshpur Fire

সন্তোষপুরে রেলস্টেশন লাগোয়া দোকানে আগুন! সাময়িক ব্যাহত রেল পরিষেবা, পরে স্বাভাবিক

প্ল্যাটফর্ম লাগোয়া দোকানগুলিতে আগুন লাগার কারণে প্রভাব পড়ে রেল পরিষেবাতেও। আগুনের জেরে সাময়িক ভাবে ব্যাহত হয় বজবজ-শিয়ালদহ লাইনের ট্রেন চলাচল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৯
Share:

মঙ্গলবার সকালে সন্তোষপুরে রেলস্টেশন লাগোয়া দোকানে আগুন ধরে যায়। ছবি: ভিডিয়ো থেকে।

রেলস্টেশন লাগোয়া দোকানে আগুন ঘিরে আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুরে। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ সন্তোষপুর রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া কিছু দোকানে আগুন ধরে যায়। প্ল্যাটফর্মে ফুট ওভার ব্রিজের আশপাশের জায়গাটি কালো ধোঁয়ায় ঢেকে যায়। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের চারটি ইঞ্জিনের প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের জেরে সাময়িক ভাবে ব্যাহত হয়েছিল রেল পরিষেবাও। যদিও আগুন নিয়ন্ত্রণে আসার পরে ফের ট্রেন চলাচল শুরু হয়।

Advertisement

মঙ্গলবার সকালে প্ল্যাটফর্ম সংলগ্ন দোকানগুলিতে আগুন লাগার পরে প্রথমে স্থানীয় বাসিন্দারাই তা নেবানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলেও। প্রথমে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। মোট চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুনের ছড়িয়ে পড়া আটকানো যায়। দমকলকর্মীদের প্রায় দু’ঘণ্টার চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সন্তোষপুর স্টেশনে প্ল্যাটফর্ম লাগোয়া বেশ কিছু ঝুপড়ি দোকান রয়েছে। স্থানীয় বাসিন্দাদের কারও কারও অনুমান, ওই ঝুপড়িগুলিতে কোনও দাহ্য বস্তু মজুত থাকতে পারে। তা থেকেই আগুন ধরে থাকতে পারে। কিছু ক্ষণের মধ্যে সেই আগুন আশপাশের কয়েকটি ঝুপড়িতেও ছড়িয়ে পড়ে। যদিও দমকলের তরফে আগুন লাগার কারণ নিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

Advertisement

প্ল্যাটফর্ম লাগোয়া দোকানগুলিতে আগুন ধরার কারণে প্রভাব পড়ে রেল পরিষেবাতেও। এই আগুনের জেরে সাময়িক ভাবে ব্যাহত হয় বজবজ-শিয়ালদহ লাইনের ট্রেন চলাচল। সন্তোষপুর স্টেশন হয়ে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। শিয়ালদহের ডিপিও একলব্য চক্রবর্তী বলেন, “এক নম্বর প্ল্যাটফর্মে ফুট ওভার ব্রিজের পাশে একটি দোকানে আগুন লেগেছে। সেটি বেআইনি ভাবে জায়গা দখল করে তৈরি হয়েছে বলে আমরা আগেই চিহ্নিত করেছি। সকাল ৭টা নাগাদ আগুন লাগে। সঙ্গে সঙ্গে আমরা দমকলকে খবর দিই। সকাল ৭টা ৪০ মিনিটে দমকল এসে কাজ শুরু করে।”

তিনি আরও জানান, আগুনের জন্য সাময়িক ভাবে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আগুনের যে তীব্রতা ছিল, তাতে ট্রেনের ক্ষতি হতে পারত। সেই কারণেই ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। আগুন নিয়ন্ত্রণে আসার পরে ফের ট্রেন চলাচল শুরু করে সন্তোষপুর স্টেশন হয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement