Narkeldanga

ফের নারকেলডাঙায় আগুন, এ বার তেলের গুদামে

কী ভাবে আগুন লাগল, তা  স্পষ্ট নয়। দমকল সূত্রে খবর, ক্যানেল ইস্ট রোডের একটি নারকেল তেলের গুদাম রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২০ ১৩:৩২
Share:

আগুন নেভানোর কাজ চলছে। নিজস্ব চিত্র।

Advertisement

কয়েক ঘণ্টার ব্যবধানে নারকেলডাঙায় ফের অগ্নিকাণ্ড। এ বার তেলের গুদামে। ইতিমধ্যেই দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। দমকলকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন।

কী ভাবে আগুন লাগল, তা স্পষ্ট নয়। দমকল সূত্রে খবর, ক্যানেল ইস্ট রোডের একটি নারকেল তেলের গুদাম রয়েছে। এ দিন সকাল ১১টা নাগাদ স্থানীয় বাসিন্দারা গুদাম থেকে আগুনের ফুলকি বেরতে দেখেন। তাঁরাই খবর দেন দমকলে। যদিও অল্প সময়ের মধ্যেই আগুন বড় আকার নেয়। দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এ দিন ভোরে নারকেলডাঙার ছাগলপট্টি বস্তিতে আগুন লাগে। পূর্ণ লকডাউউনের দিনে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পুড়ে ছাই হয়ে যায় অনেকগুলি ঝুপড়ি। এর কয়েক ঘণ্টার মধ্যে ফের অগ্নিকাণ্ড। ওই তেলের গুদামে অগ্নিনির্বাপক যন্ত্র ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দমকলের দাবি, দ্রুত আগুন নিয়ন্ত্রণে চলে আসবে। তবে এলাকাটি ঘিঞ্জি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, আগুন আশপাশ এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

আরও পড়ুন: ভোরের আগুনে ভস্মীভূত নারকেলডাঙার ছাগলপট্টি বস্তি

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন