বাগুইআটিতে ছাই ৭ দোকান

আগুনে পুড়ে গেল সাতটি দোকান। বুধবার ঘটনাটি ঘটে বাগুইআটি বাস স্ট্যান্ডের কাছে। ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগে ছ’টি ফলের দোকান ও একটি সব্জির দোকানে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০১৬ ০৫:৪০
Share:

আগুনে পুড়ে গেল সাতটি দোকান। বুধবার ঘটনাটি ঘটে বাগুইআটি বাস স্ট্যান্ডের কাছে। ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগে ছ’টি ফলের দোকান ও একটি সব্জির দোকানে। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ঘটনার পরে বাগুইআটি থানায় অর্ন্তঘাতের অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ীরা। অবশ্য প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই আগুন বলে মনে করছে দমকল বিভাগ। পুলিশ ঘটনার তদন্ত করতে ফরেন্সিক বিভাগের সাহায্য চেয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement