চটকলে আগুন, পুড়ল থান

পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটে নাগাদ ফুলবাগান থানা এলাকার ‘কলকাতা জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড’ নামের ওই চটকলে আগুন লাগে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৯ ০৩:০৭
Share:

অঘটন: পোড়া চটকলে কর্মীরা। শনিবার। নিজস্ব চিত্র

কাজ চলাকালীন গভীর রাতে আগুন লাগল একটি চটকলে। তবে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গিয়েছে চটকলের ভিতরে মজুত থাকা বেশি কিছু থান।

Advertisement

পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটে নাগাদ ফুলবাগান থানা এলাকার ‘কলকাতা জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড’ নামের ওই চটকলে আগুন লাগে। পুলিশ ও চটকল সূত্রের খবর, দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও দু’টি ইঞ্জিনকে কাজে লাগানো হয়। দমকলকর্মীরা ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনেন। ওই ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশ জানায়, ওই চটকলে তিনটি শিফ্‌টে প্রায় ২০০ জন কাজ করেন। শুক্রবার রাতেও কর্মীরা কাজ করছিলেন। আগুন লাগে চটের থান তৈরির তাঁতকলে। পাশে মজুত রাখা চটের থানে আগুন ছড়িয়ে পড়ে। চটকলের নিজস্ব অগ্নি-নির্বাপণ ব্যবস্থা ছিল। দমকলের এক কর্তা শনিবার জানান, সেখানকার কর্মীরা ও প্রশিক্ষিত নিরাপত্তারক্ষীরা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। চটকলটি বন্ধ থাকলে আগুন দ্রুত ছড়িয়ে ক্ষয়ক্ষতি আরও বেশি হত। প্রাথমিক ভাবে দমকলের অনুমান, বৈদ্যুতিক ত্রুটির জন্য আগুন লেগেছিল।

Advertisement

চটকলের উচ্চপদস্থ কর্তা শ্যামলকুমার চন্দ্র শনিবার জানান, মজুত চটের থান পুড়েছে। ক্ষতির পরিমাণ জানতে হিসেব করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement