Firhad Hakim

পানীয় জলের অপচয় বন্ধের নির্দেশ

শনিবার পুরসভার মাসিক অধিবেশনে এমনই নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম। পুর নির্বাচন আসন্ন। তার আগে এ দিনই ছিল পুরসভার বর্তমান বোর্ডের শেষ মাসিক অধিবেশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০২০ ০১:৪৯
Share:

ফিরহাদ হাকিম। —ফাইল চিত্র

শহরে পানীয় জলের অপচয় বন্ধ করতে প্রত্যেক কাউন্সিলরকেই উদ্যোগী হতে হবে।

Advertisement

শনিবার পুরসভার মাসিক অধিবেশনে এমনই নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম। পুর নির্বাচন আসন্ন। তার আগে এ দিনই ছিল পুরসভার বর্তমান বোর্ডের শেষ মাসিক অধিবেশন। এ দিন সেখানে কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়ের বক্তব্য ছিল, কলকাতায় ৫০ লক্ষ মানুষের বাস। মাথা-পিছু দৈনিক জল খরচের পরিমাণ প্রায় ১৫০ লিটার। সেই হিসেবে দিনে ২৫ কোটি গ্যালন পরিস্রুত পানীয় জল লাগে। অথচ, উৎপাদন হয় ৪০ কোটি গ্যালন জল। বাকি জলের অপচয় হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সেই অপচয় রুখতে কী ব্যবস্থা নিচ্ছে পুর প্রশাসন, তা জানতে চান প্রকাশবাবু।

মেয়র বলেন, ‘‘জলের অপচয় রুখতে জনগণকে সতর্ক হতে হবে। বিনা পয়সায় জল দেওয়া হচ্ছে বলে যথেচ্ছ ব্যবহার করা যাবে না। কাউন্সিলরদের উচিত, নিজ নিজ এলাকায় মানুষকে বোঝানো।’’ তিনি জানান, শহরবাসীকে নিখরচায় যে জল সরবরাহ করা হয়, তার এক হাজার কিলোলিটার উৎপাদন করতে আট টাকা খরচ হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন