উড়ালপুল কাণ্ডে গ্রেফতার আরও ১ আইভিআরসিএল কর্তা

বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত সংস্থার আরও এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম রঞ্জিত ভট্টাচার্য। তিনি আইভিআরসিএল-র ইস্টার্ন রিজিয়নের ভারপ্রাপ্ত অফিসার। মঙ্গলবার রাতে তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ১০:৩৫
Share:

বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত সংস্থার আরও এক কর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম রঞ্জিত ভট্টাচার্য। তিনি আইভিআরসিএল-র ইস্টার্ন রিজিয়নের ভারপ্রাপ্ত অফিসার। মঙ্গলবার রাতে তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়।

Advertisement

দুর্ঘটনার পর থেকেই অসুস্থ হয়ে রঞ্জিত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ছাড়া পাওয়ার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সন্তোষজনক উত্তর না মেলায় গ্রেফতার করে। এই নিয়ে এই ঘটনায় আইভিআরসিএল-র মোট ৯ জনকে গ্রেফতার করল পুলিশ। তবে এখনও পর্যন্ত কেএমডিএ-র এক জনকেও গ্রেফতার না হওয়ায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement