তথ্যপ্রযুক্তি সংস্থার নামে কারিগরি সহায়তা দেওয়ার কথা বলে জার্মানির কয়েক হাজার বাসিন্দাকে প্রতারিত করে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগে তিন জনকে গ্রেফতার করল সিআইডি। ধৃতদের নাম রোহিত কয়াল, রজত কয়াল ও সুব্রত গঙ্গোপাধ্যায়। তিন জনই একটি তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে যুক্ত। সিআইডির আইজি (১) সঞ্জয় সিংহ জানান, মঙ্গলবার ওই তিন অভিযুক্তকে প্রতারণার অভিযোগে ধরা হয়।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার জার্মানির স্যাক্সনি প্রদেশের পুলিশের একটি দল বিধাননগর সাইবার থানায় অভিযোগ করে, এক বিদেশি তথ্যপ্রযুক্তি সংস্থার নাম করে সে দেশের ১২ হাজার লোককে ঠকিয়েছে এ রাজ্যের কয়েকটি তথ্যপ্রযুক্তি সংস্থা। গোয়েন্দারা জানান, অভিযুক্ত সংস্থাগুলির কর্তাদের জেরা করে ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।