পেনশন তুলতে গিয়ে প্রতারিত বৃদ্ধা

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভিতরে অভিনব কায়দায় দুষ্কৃতীর হাতে প্রতারণার শিকার হলেন ৭৬ বছরের এক বৃদ্ধা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৯ ০০:৪৭
Share:

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভিতরে অভিনব কায়দায় দুষ্কৃতীর হাতে প্রতারণার শিকার হলেন ৭৬ বছরের এক বৃদ্ধা। মঙ্গলবার সকালে, লেক টাউনে। সন্ধ্যায় লেক টাউন থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন কালিন্দির বাসিন্দা অরুণালক্ষ্মী চট্টোপাধ্যায়।

Advertisement

এ দিন সকালে লেক টাউন মোড়ে অবস্থিত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পেনশনের টাকা তুলতে যান অরুণালক্ষ্মীদেবী। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রঞ্জুগোপাল মুখোপাধ্যায়ের স্ত্রী ওই বৃদ্ধা জানান, সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ ব্যাঙ্ক থেকে ২৬ হাজার পাঁচশো টাকা তুলে বাড়ি ফেরার জন্য তিনি রিকশা ডাকেন। বৃদ্ধার কথায়, ‘‘রিকশায় উঠতে যাব, এক জন হন্তদন্ত হয়ে এসে বলল, ব্যাঙ্ককর্মীরা আমাকে দেওয়া টাকার নম্বরগুলি লেখেননি। তাই ফের আমায় ব্যাঙ্কে যেতে হবে।’’

বৃদ্ধার দাবি, ওই ব্যক্তি তাঁর সঙ্গে ব্যাঙ্কে ঢোকেন। বৃদ্ধাকে চেয়ারে বসতে বলে টাকার বান্ডিল চেয়ে নেন। বৃদ্ধা বিশ্বাস করে পেনশনের টাকা অভিযুক্তের হাতে তুলে দেন। অরুণালক্ষ্মীদেবী বলেন, ‘‘কিছু ক্ষণ পরে এসে লোকটা বলল, ব্যাঙ্কের তিনতলায় যেতে হবে। সিঁড়ি দিয়ে ওঠার সময়ে দেখি লোকটি নেই!’’ নীচে নেমে ব্যাঙ্ককর্মীদের বিষয়টি জানালে তাঁরা অবাক হয়ে যান। এর পরেই বৃদ্ধা বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার। তাঁর কথায়, ‘‘এ ভাবে যে প্রতারিত হব ঘুণাক্ষরেও বুঝিনি। সিসি ক্যামেরায় আমার ঢোকার ছবি রয়েছে। অথচ দ্বিতীয় বার যে ওই লোকের সঙ্গে ব্যাঙ্কে ঢুকেছিলাম, সেখানে লোকটির ছবি নেই বলে জানাচ্ছেন ব্যাঙ্ককর্মীরা।’’

Advertisement

লেক টাউন থানার পুলিশ আজ, বুধবার ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবে বলে জানিয়েছেন অরুণালক্ষ্মীদেবীকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন