ধরার পরেই কীর্তি ফাঁস জালিয়াতের

ছিমছাম দেখতে। কথাবার্তাতেও চৌখস। শহরের ওজনদার নির্মাণ ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতাও ছিল বছর ঊনচল্লিশের ওই মহিলার। সেই কায়দাতেই একের পর এক বাজিমাত করে আসছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০১৭ ০১:৩৯
Share:

ছিমছাম দেখতে। কথাবার্তাতেও চৌখস। শহরের ওজনদার নির্মাণ ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতাও ছিল বছর ঊনচল্লিশের ওই মহিলার। সেই কায়দাতেই একের পর এক বাজিমাত করে আসছিলেন তিনি। একাধিক লোককে একই আবাসনের ফ্ল্যাট দেখিয়ে ভুয়ো রেজিস্ট্রেশন করে টাকা হাতানো চলছিল রমরমিয়ে। কিন্তু মাসখানেক আগে পুলিশের জালে ধরা পড়ার পর থেকেই একের পর এক পর্দা ফাঁস হচ্ছে সার্ভে পার্কের বাসিন্দা শিলা মণ্ডলের। পুলিশ জানিয়েছে, সার্ভে পার্ক, পূর্ব যাদবপুর, পঞ্চসায়র, পাটুলি-সহ বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ রয়েছে। মঙ্গলবার আদালতের কাছে আবেদন করে শিলাকে নিজেদের হেফাজতে নিয়েছে পঞ্চসায়র থানা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ওই মহিলা প্রথমে এক ব্যক্তির নামে ফ্ল্যাট রেজিস্ট্রেশন করাতেন। পরে সেই ফ্ল্যাটটিই বিক্রি করতেন অন্য জনের কাছে। প্রথমে সার্ভে পার্ক এলাকা থেকে শুরু হলেও ধীরে ধীরে আশপাশের এলাকাতেও একই কাজ শুরু করেন তিনি। অভিযোগ দায়ের হলেও প্রথমে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষে কয়েক মাস আগে পূর্ব যাদবপুর থানার হাতে ধরা পড়েন শীলা। এ দিন তাঁকে পঞ্চসায়র থানা নিজেদের হেফাজতে নিল। শুধু ওই থানাতেই শীলার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement