Fraud Case

প্রধানমন্ত্রীর নামাঙ্কিত প্রকল্পে ঋণের টোপ দিয়ে জালিয়াতি

প্রতারিতদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তে নেমে বুধবার বেআইনি কল সেন্টারে অভিযান চালিয়ে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে লালবাজারের সাইবার ক্রাইম থানা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ০৯:৪১
Share:

—প্রতীকী চিত্র।

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পে সহজে ঋণ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে একাধিক ব্যক্তিকে আর্থিক প্রতারণা করার অভিযোগ উঠল সাইবার জালিয়াতদের বিরুদ্ধে। পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুরে বেআইনি কল সেন্টার থেকে ফোন করে ওই প্রতারণা-চক্র চালানো হচ্ছিল বলে অভিযোগ। প্রতারিতদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তে নেমে বুধবার ওই বেআইনি কল সেন্টারে অভিযান চালিয়ে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে লালবাজারের সাইবার ক্রাইম থানা। ঘটনাস্থল থেকে ৪০টি মোবাইল বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ আসিফ, ওয়াই শিবা, এম নাগেশ, সমীর সোহান এবং ইঅনিল। তারা তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং বিহারের বাসিন্দা। বৃহস্পতিবার পাঁচ ধৃতকে ২০ জানুয়ারি পর্যন্তপুলিশি হেফাজতে পাঠিয়েছে কলকাতার মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালত।

আদালত সূত্রের খবর, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার এজেন্ট হিসেবে পরিচয় দিয়ে ওই বেআইনি কল সেন্টার থেকে বিভিন্ন ব্যক্তিকে ফোন করত প্রতারকেরা। প্রতারিতদের বিশ্বাস অর্জনের জন্য তারা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার বিভিন্ন নথি জাল করেছিল। কল সেন্টার থেকে ফোন করে এই প্রকল্পে সহজে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে অভিযুক্তেরা টাকা হাতাত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন