রেলে চাকরির নামে প্রতারণা

রেলের গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দেওয়া হবে জেনারেল ম্যানেজারের (জিএম) কোটায়। এমনই প্রতিশ্রুতি দিয়ে চার তরুণ-তরুণীর থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮ ০০:১০
Share:

রেলের গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দেওয়া হবে জেনারেল ম্যানেজারের (জিএম) কোটায়। এমনই প্রতিশ্রুতি দিয়ে চার তরুণ-তরুণীর থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।

Advertisement

পুলিশ জানিয়েছে, সোমনাথ ঘোষ, তপনকান্তি ঘোষ, সঞ্জয় সরকার ও অদিতি কাড়ার নামে ওই চার তরুণ-তরুণীর থেকে পর্যায়ক্রমে এক লক্ষ ৫৫ হাজার টাকা নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে সুজিতকুমার গুহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চিঠি লিখে স্ট্যাম্প মেরে স্বাক্ষর করেছিলেন সুজিতবাবু। অভিযোগকারীদের এক আত্মীয় শুভাশিস ঘোষ বলেন, ‘‘ওই চিঠিতে সুজিতবাবু জানান, জিএম কোটায় গ্রুপ ডি পদে জিএম সরাসরি চাকরিতে নিয়োগ করেন। কোনও পরীক্ষা হয় না। যেহেতু রেলের জিএম তাঁর পরিচিত, তাই চাকরি পাওয়া নিশ্চিত বলে দাবি করেছিলেন সুজিতবাবু। চাকরি দিতে না পারলে টাকা ফেরতের প্রতিশ্রুতিও দেন তিনি।’’ কিন্তু টাকা দেওয়ার পরেও বহু দিন কেটে যাওয়ায় উল্টোডাঙা থানায় সুজিতবাবুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন ওই তরুণ-তরুণীরা। উল্টোডাঙা থানার এক তদন্তকারী অফিসার জানিয়েছেন, অভিযুক্তের বাড়ি টালিগঞ্জ থানা এলাকায়। তাঁকে নোটিশ পাঠিয়ে থানায় ডাকা হয়েছে।

রেল সূত্রে জানানো হয়েছে, আগে জিএম কোটায় সরাসরি নিয়োগের ব্যবস্থা থাকলেও বর্তমানে তা বন্ধ হয়ে গিয়েছে। তাই সরাসরি নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হলে সেই ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দিচ্ছে রেল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন