রাস্তা সারাতে টাকা বরাদ্দ

বর্ষায় কলকাতা শহরের যে সব রাস্তা নষ্ট হয়ে গিয়েছে, সেগুলি মেরামতির জন্য রাজ্য সরকার কলকাতা পুরসভাকে ৭০ কোটি টাকা দেবে। ইতিমধ্যেই দেওয়া হয়েছে ৪৮ কোটি টাকা। ওই টাকা দিয়ে শহরের ৬২টি রাস্তা মেরামত ও ম্যাস্টিক করার কাজ হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৫ ০০:২৯
Share:

বর্ষায় কলকাতা শহরের যে সব রাস্তা নষ্ট হয়ে গিয়েছে, সেগুলি মেরামতির জন্য রাজ্য সরকার কলকাতা পুরসভাকে ৭০ কোটি টাকা দেবে। ইতিমধ্যেই দেওয়া হয়েছে ৪৮ কোটি টাকা। ওই টাকা দিয়ে শহরের ৬২টি রাস্তা মেরামত ও ম্যাস্টিক করার কাজ হবে। বুধবার পুরভবনে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে এক বৈঠকের পরে এ কথা জানান মেয়র শোভন চট্টোপাধ্যায়। পুরমন্ত্রী জানান, বাকি ২২ কোটি টাকাও শীঘ্রই দেওয়া হবে। মহালয়ার আগেই এই কাজ শেষ করার চেষ্টা হচ্ছে।

Advertisement

মেয়র আরও জানান, শহরের পানীয় জল প্রকল্পের জন্য যে সব রাস্তা খোঁড়া হয়েছে, সেগুলি মেরামত করার জন্য রাজ্য সরকার আরও ১৬ কোটি টাকা দেবে বলেও এ দিন কথা দিয়েছেন পুরমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement