রাস্তার উপরেই পড়ে থাকছে জঞ্জাল

এলাকাটি কলকাতা পুরসভার ৫৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আঢ্যবাগান। রেললাইনের নীচে তিলজলা রোডের উপরে ওই রাস্তায় ময়লা পড়ে রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৩৯
Share:

পড়ে আবর্জনা। নিজস্ব চিত্র

সপ্তাহ খানেক আগেই বোলপুরে প্রশাসনিক সভায় পরিচ্ছন্নতা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। হাওড়া শহরে রাস্তায় জঞ্জাল পড়ে থাকতে দেখে প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন। খোদ কলকাতাও যে তাঁর নির্দেশ সে ভাবে মানছে না, তার প্রমাণ মিলবে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের পিছনে দাঁড়ালে।

Advertisement

এলাকাটি কলকাতা পুরসভার ৫৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আঢ্যবাগান। রেললাইনের নীচে তিলজলা রোডের উপরে ওই রাস্তায় ময়লা পড়ে রয়েছে। আশপাশে থাকা বস্তির বাসিন্দাদের অভিযোগ, স্থায়ী ভ্যাট না থাকায় তাঁরা রাস্তায় ময়লা ফেলছেন। স্থানীয় তৃণমূল নেতা শেখ সানি বলেন, ‘‘এখানে রাস্তা লাগোয়া ভ্যাট ছিল। সম্প্রতি গাড়ির ধাক্কায় ভেঙে যায়। তাই বাসিন্দারা রাস্তার পাশেই ময়লা ফেলছেন। কাউন্সিলরকে ভ্যাট করে দিতে বলেছি।’’ এ কথা মানতে নারাজ স্থানীয় বাসিন্দার অভিযোগ, ‘‘ভ্যাটের সমস্যা পুরনো। ভ্যাটের ময়লা নিয়মিত পরিষ্কার হত না।’’

ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, এলাকার এ-দিক ও-দিক পড়ে প্লাস্টিকবন্দি ময়লা। কুকুর-কাক সে সব টানাটানি করে ছড়াচ্ছে আশপাশে। স্থানীয় কাউন্সিলর জলি বসুর দাবি, ‘‘পুরসভা নিয়মিত জঞ্জাল সাফ করে। স্থানীয় বাসিন্দারাই যত্রতত্র ময়লা ফেলেন। তবে ওখানে স্থায়ী ভ্যাট জরুরি।’’ পুরসভার মেয়র পারিষদ (জঞ্জাল অপসারণ) দেবব্রত মজুমদার বলেন, ‘‘ওই এলাকায় যাতে দ্রুত স্থায়ী ভ্যাট তৈরি হয়, সে নিয়ে কাউন্সিলরের সঙ্গে কথা বলছি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন