কুকুরকে ধাক্কা, প্রতিবাদ করায় তরুণীকে গালি

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে গড়ফার সোলকপল্লির রাস্তায় একটি কুকুরের আর্তনাদ শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন ওই তরুণী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৭ ০২:৪৫
Share:

গাড়ির ধাক্কায় আহত কুকুর। —নিজস্ব চিত্র।

এক গাড়ি চালক একটি পথ কুকুরকে ধাক্কা মারায় ধুন্ধুমার বাধল গরফায়। অভিযোগ, কুকুরটিকে ধাক্কা মারার প্রতিবাদ করলে এক তরুণীকে কটূক্তি করেন ওই চালক। কলকাতা পুলিশের পদস্থ এক আধিকারিকের কন্যা, ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে গরফা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে গড়ফার সোলকপল্লির রাস্তায় একটি কুকুরের আর্তনাদ শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন ওই তরুণী। তিনি রাস্তায় গিয়ে দেখেন, পথ কুকুরটিকে পিষে দিয়েছে একটি গাড়ি। পিছনের দু’টি পায়ে আঘাত লাগায় রাস্তায় শুয়ে রয়েছে কুকুরটি। একটুও নড়াচড়া করতে পারছে না। তরুণীর অভিযোগ, এই চালক বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলেন। প্রতিবাদ করলে উল্টে ওই চালক তরুণীর সঙ্গে তর্কাতর্কি জুড়ে দেন বলেও অভিযোগ। এর পরেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রের খবর, ওই তরুণী-সহ স্থানীয় বাসিন্দাদের জোরাজুরিতে অসুস্থ কুকুরটিকে পশু চিকিৎসকের কাছে নিয়ে যান অভিষেক কাঞ্জিলাল নামে ওই চালক। ওই তরুণীর অভিযোগ, ‘‘কুকুরটির চিকিৎসা করিয়ে দেড় ঘণ্টা পরে ফের গড়ফার সোলকপল্লিতে ছেড়ে দেওয়া হয়। তার পরেই গাড়ির চালক আমাকে দেখিয়ে অশালীন অঙ্গভঙ্গি এবং কটূক্তি করেন।’’ পুলিশ জানিয়েছে, অভিষেকও স্থানীয় বাসিন্দা। মঙ্গলবার রাতেই গরফা থানায় দায়ের করা লিখিত অভিযোগপত্রে ওই তরুণী জানিয়েছেন, কুকুরটিকে ধাক্কা মারার প্রতিবাদ করলে গাড়ির চালকের স্ত্রী এবং মা-ও তাঁকে চরম অপমান করেন। পুলিশ অভিষেক কাঞ্জিলালের বিরুদ্ধে প্ররোচনা, মহিলাকে কটূ মন্তব্য করা ও প্রাণীকে ধাক্কা মেরে অনিষ্ট করার দায়ে মামলা রুজু করেছে।

Advertisement

এই ঘটনার তীব্র নিন্দা করে বিধায়ক তথা পশুপ্রেমী দেবশ্রী রায় বলেন, ‘‘বেপরোয়া গাড়ি পথ কুকুরকে ধাক্কা মারছে। আর তার প্রতিবাদ করতে যাওয়ায় প্রতিবাদকারীকে হেনস্থার শিকার হতে হচ্ছে। এই ঘটনা থেকে পরিষ্কার, মানুষ কতটা নির্মম হয়ে উঠেছেন। পশুদের প্রতি নির্মমতা ঠেকাতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’’ ডিসি (এসএসডি) রূপেশ কুমার বলেন, ‘‘ঘটনার তদন্ত চলছে।’’

প্রসঙ্গত, মাস খানেক আগে সিঁথিতে পথ কুকুরকে মেরে ফেলার প্রতিবাদ করলে উল্টে প্রতিবাদকারীদের হেনস্থার সম্মুখীন হতে হয়। স্থানীয় মহিলাদের অভিযোগের ভিত্তিতে সিঁথি থানার পুলিশ দুই প্রতিবাদকারীকে গ্রেফতার করে। ঘটনার তীব্র নিন্দা করে সরব হয় একাধিক পশুপ্রেমী সংগঠন। পরে দুই প্রতিবাদকারী জামিন পেলেও কুকুর হত্যায় অভিযুক্তদের চিহ্নিত করতে পারেনি পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন