—প্রতীকী চিত্র।
চকোলেটের লোভ দেখিয়ে ন’বছরের বালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল মুচিপাড়ায়। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার মা। তিনি অভিযোগ করে জানান, বুধবার চকোলেটের লোভ দেখিয়ে নাবালিকাকে নিজের ঘরে ডেকে নিয়ে যান যুবক। সেখানে তাকে ধর্ষণ করেন। নির্যাতিতার মায়ের অভিযোগ, তাঁর মেয়েকে হুমকিও দিয়েছেন অভিযুক্ত। বিষয়টি জানাজানি হলে ফল ভাল হবে না বলেও জানিয়েছিলেন অভিযুক্ত।