মাতৃপুজোর রেশ কাটেনি, রেল লাইনে পরিত্যক্ত কন্যার দেহ

এ দেশ সেই কোন কাল থেকে মাতৃ আরাধনার দেশ। দুর্গা-কালী-জগদ্ধাত্রী-চণ্ডী থেকে লক্ষ্মী-সরস্বতী, পূজনীয়দের তালিকায় দেবীদেরই তো আধিক্য। অথচ এই দেশেই, আজও, কন্যা সন্তানকে অনায়াসে ফেলে আসা হয় আস্তাকুঁড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৫ ১৩:২৬
Share:

এ দেশ সেই কোন কাল থেকে মাতৃ আরাধনার দেশ। দুর্গা-কালী-জগদ্ধাত্রী-চণ্ডী থেকে লক্ষ্মী-সরস্বতী, পূজনীয়দের তালিকায় দেবীদেরই তো আধিক্য। অথচ এই দেশেই, আজও, কন্যা সন্তানকে অনায়াসে ফেলে আসা হয় আস্তাকুঁড়ে।

Advertisement

পার্ক সার্কাসে রেল লাইনের ধারে উদ্ধার হওয়া সদ্যোজাত মেয়ের দেহ কি সেই কন্যা-বিদ্বেষেরই ফল? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ স্টেশনের কাছেই কন্যা-শিশুটির দেহ পড়ে থাকতে দেখা যায়। যাত্রীরা খবর দেন শিয়ালদহ জিআরপি-তে। খবর পেয়ে রেল পুলিশের আধিকারিকরা ঘটনা স্থলে যান। শিশুটিকে উদ্ধার করে বিআর সিং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এর পরে শিশুটির দেহ নীলরতন সরকার হাসপাতালের মর্গে পাঠানো হয়। তদন্তকারীরা জানান, শিশু কন্যাটির বয়স দিন চারেক হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে, জানালেন রেল পুলিশ কর্তারা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন