দুরন্ত এক্সপ্রেসে মিলল সোনার বিস্কুট, ধৃত ৩

শিয়ালদহ থেকে মালপত্র নিয়ে নয়াদিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে ট্রেন উঠেছিলেন তিন ব্যক্তি। পিছন পিছন ওই কামরায় ওঠেন কয়েক জন যুবকও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০১:২৩
Share:

শিয়ালদহ থেকে মালপত্র নিয়ে নয়াদিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে ট্রেন উঠেছিলেন তিন ব্যক্তি। পিছন পিছন ওই কামরায় ওঠেন কয়েক জন যুবকও। ওই তিন ব্যক্তি তাঁদের মালপত্র রাখতেই ঘিরে ধরেন যুবকেরা। দু’চার কথা হতে না হতেই তিন জনকে জোর করে নামিয়ে আনেন তাঁরা। ৯-বি প্ল্যাটর্ফমে তাঁদের ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে সোনার বিস্কুট।

Advertisement

রেল সূত্রে খবর, ওই যুবকেরা আসলে রেলরক্ষী বাহিনীর জওয়ান (আরপিএফ)। তাঁদের কাছে খবর ছিল, দুরন্ত এক্সপ্রেসে সোনা পাচার হবে। তাই ওই তিন ব্যক্তিকে এতটুকু সুযোগ দেননি তাঁরা। রবিবার রাতে ট্রেন ওঠার সময়েই তাঁদের তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সৌরভ শুক্ল, কুলদীপ পাণ্ডে ও প্রবীণ শুক্ল। তিন জনেরই বাড়ি উত্তরপ্রদেশে। তাঁদের ব্যাগ থেকে মিলেছে ৯০টি সোনার বিস্কুট।

রেল সূত্রে খবর, আরপিএফ অফিসারেরা বিস্কুট পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন ইন্ডিয়ান ব্যুরো অব স্ট্যার্ন্ডাডে। সেখান থেকে জানানো হয়েছে, প্রতিটি বিস্কুটই আসল। এর পরেই তিন জনকে ধরা হয়। জেরায় ধৃতেরা জানান, তাঁরা নিকো পার্কের কাছে এক ব্যক্তির কাছ থেকে বিস্কুটগুলি নিয়ে উত্তরপ্রদেশে যাচ্ছিলেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন