সোনা-সহ আটক দুই যাত্রী

মোজার ভিতরে লুকিয়ে সোনা নিয়ে আসছিলেন দুই বিমানযাত্রী। কিন্তু তাঁদের গতিবিধি দেখে সন্দেহ হয় কলকাতা বিমানবন্দরের শুল্ক দফতরের অফিসারদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০১৬ ০২:১৬
Share:

মোজার ভিতরে লুকিয়ে সোনা নিয়ে আসছিলেন দুই বিমানযাত্রী। কিন্তু তাঁদের গতিবিধি দেখে সন্দেহ হয় কলকাতা বিমানবন্দরের শুল্ক দফতরের অফিসারদের। শনিবার গভীর রাতে ব্যাঙ্কক থেকে তাই এয়ারওয়েজের উড়ান নামার পরে হাওড়ার বাসিন্দা ওই দু’জনকে আটকে রেখে তল্লাশি চালানো হয়। সে সময়েই মনোজ গুপ্ত ও নগেন্দ্র তিওয়ারি নামে ওই যাত্রী দু’জনের মোজার ভিতর থেকে পাওয়া যায় সোনা।

Advertisement

শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, নগেন্দ্রর কাছ থেকে ২টি সোনার বার পাওয়া গিয়েছে। তার দাম সাড়ে চার লক্ষ টাকার কিছু বেশি। মনোজের মোজার ভিতরে যে তিনটি সোনার বার মিলেছে, তার বাজারদর প্রায় ১৭ লক্ষ টাকা। নিয়ম অনুযায়ী, এক জন যাত্রী যদি বেআইনি ভাবে ২০ লক্ষ টাকার কম মূল্যের সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েন, তা হলে তাঁকে গ্রেফতার না করে শুধু সোনা বাজেয়াপ্ত করে ছেড়ে দেওয়া হয়। এ ক্ষেত্রেও সাড়ে ২১ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করে নগেন্দ্র ও মনোজকে ছেড়ে দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement