মাসে হাজার টাকায় গল্ফ প্রশিক্ষণ ইকো পার্কে

গল্ফ মানেই উচ্চবিত্তদের খেলা, এই ধারণাটাই এ বার ভাঙতে চলছে হিডকো।

Advertisement

আর্যভট্ট খান

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৯ ০১:৫২
Share:

ইকো পার্কে চলছে গল্ফের প্রশিক্ষণ। নিজস্ব চিত্র

গল্ফ এখন সকলের জন্য।

Advertisement

গল্ফ মানেই উচ্চবিত্তদের খেলা, এই ধারণাটাই এ বার ভাঙতে চলছে হিডকো। নিউ টাউনের ইকো পার্কের ছ’নম্বর গেটের কাছে ৫০ একর জমির উপরে তৈরি হয়েছে গল্ফ কোর্স। আজ, শনিবার থেকেই এই গল্ফ কোর্স চালু হচ্ছে। খেলোয়াড়েরা প্রথমে পরীক্ষামূলক ভাবে খেলতে পারবেন এই গল্ফ কোর্সে। এর পরে শীঘ্রই শুরু হয়ে যাবে প্রশিক্ষণ। হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন বলেন, ‘‘নাইন হোলের এই কোর্সে গল্ফ খেলার খরচ অন্য গল্ফ কোর্সের থেকে অনেক কম রাখা হয়েছে। এই খেলা শেখার প্রশিক্ষণের খরচ থেকে শুরু করে মেম্বারশিপ খরচ, সবই মধ্যবিত্তের নাগালে। গল্ফ সাধারণের মধ্যে জনপ্রিয় করতেই এই উদ্যোগ।’’

হিডকোর দাবি, ৫০ একর জমিতে তৈরি বিস্তীর্ণ সবুজ ঘাসের মধ্যে নাইন হোলের এই গল্ফ কোর্স বিশ্বমানের। মাসে এক হাজার টাকার বিনিময়ে সারা মাস ধরে প্রশিক্ষণ নেওয়া যাবে প্রশিক্ষকদের কাছে। মাসে হবে আটটি ক্লাস। হিডকোর কর্তাদের দাবি, শহরের অন্যান্য গল্ফ কোর্সের তুলনায় এখানে প্রশিক্ষণের খরচ অনেকটাই কম। এ ছাড়া, কেউ যদি এক বছরের মেম্বারশিপ নিতে চান, তার খরচও অন্য গল্ফ ক্লাবের তুলনায় বেশ কম। সকাল ছ’টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকবে এই কোর্স। শনিবার ও রবিবার খেলার খরচ অবশ্য অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেশি বলে জানিয়েছেন হিডকো কর্তৃপক্ষ।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

নিউ টাউনে মাস কয়েক আগে শুরু হয়েছে শুটিং প্রশিক্ষণ। হিডকো-র চেয়ারম্যান দেবাশিসবাবু জানান, শুধু ক্রিকেট বা ফুটবলের মতো জনপ্রিয় খেলাই নয়, অন্য ধরনের খেলা নিয়েও মানুষের উৎসাহ আছে। যে ধরনের খেলার সুযোগ শহরে তেমন ভাবে মেলে না, সেই ধরনের খেলার ব্যবস্থা নিউ টাউনে করা হচ্ছে। গল্ফ কোর্সও করা হয়েছে এ কথা ভেবেই। এখানে যেমন পেশাদারেরা এসে অনুশীলন করতে পারবেন, তেমনই নতুনেরাও প্রশিক্ষণ নিতে পারবেন। পরবর্তীকালে গল্ফের টুর্নামেন্টও এখানে করা হবে। অনেকে শারীরিক ভাবে সুস্থ থাকার জন্যও গল্ফ খেলেন। গল্ফের প্রশিক্ষণ নেন। এখানে সেই সুযোগও পাওয়া যাবে।

তবে প্রশিক্ষণের খরচ মধ্যবিত্তের নাগালের মধ্যে বলা হলেও গল্ফ খেলার সরঞ্জামের অনেক দাম। যা দিয়ে গল্ফ খেলা হয়, সেই গল্ফ ক্লাবের এক একটির দামই কয়েক হাজার টাকা। একটি সাধারণ মানের গল্ফ বলের দাম প্রায় দু’শো টাকার মতো। একবার খেলার জন্য অনেক গুলো বল লাগে। তাই প্রশ্ন উঠেছে, এই খেলা শেষ পর্যন্ত আদৌ মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকবে তো? যদিও হিডকো দাবি করেছে, প্রশিক্ষণের জন্য প্রাথমিক ভাবে গল্ফের সরঞ্জাম সরবরাহ করবে তারাই। পরে অবশ্য পেশাদারি খেলার জন্য নিজেদেরই সরঞ্জাম কিনে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement