শীত বোধহয় সত্যিই এবার কলকাতায় এসেই গেল। আজ ভোরে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে গিয়েছিল। সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের ঘর না ছুঁলেও গতকালের থেকে এক ধাক্কায় তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি কমে গেছে। আজ চারদিন পর মেঘ কাটিয়ে রোদের মুখ দেখল শহর। আবহবিদরা বলেছেন আজ রোদ উঠলে দিনের তাপমাত্রা বাড়বে। মাটিও গরম হবে। আকাশে মেঘ না থাকায় রাতে দ্রুত তাপ বিকিরিত হয়ে তাপমাত্রা কমবে। ফলে দিনে রাতের তাপমাত্রার ফারাক বাড়বে। বিশেজ্ঞরা জানাচ্ছেন শীত পড়ার আদর্শ পরিস্থিতি এটাই। রবিবার থেকে তাপমাত্রা আরও কমবে। হাওয়া অফিস সূত্রে খবর তাপমাত্রা ১৪ ডিগ্রির থেকেও কমে যাবে। ১৪ ডিগ্রি এখন স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা।
আরও পড়ুন- ঘন কুয়াশায় জেরে বিপর্যস্ত কলকাতার বিমান পরিষেবা
বড়দিন পর্যন্ত বেশ আয়েস করেই পিঠে রোদ ঠেকিয়ে শীতের আমেজ উপভোগ করা যাবে। বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ থাকলেও তার উত্সবের মেজাজ নষ্ট করার সম্ভাবনা কম।