Traffic Movement in Kolkata

তৃতীয়া থেকেই কলকাতায় পণ্যবাহী যান চলাচলের সময়সীমা কমবে, দশমীর পরেও কড়াকড়ি

দুর্গাপুজোর দিনগুলিতে কলকাতার রাস্তায় সাধারণ মানুষের ভিড়ের কথা মাথায় রেখে প্রতি বছরই যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এ বারও বেশ কিছু রাস্তায় নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। কিছু রাস্তা একমুখীও করে দেওয়া হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৭
Share:

কলকাতার রাস্তায় সারি সারি গাড়ি। —ফাইল চিত্র।

মহালয়ার দিন থেকেই উৎসবের মরসুমে কলকাতায় পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ শুরু হয়ে যাচ্ছে। সাধারণত রাত ১০টা পর থেকে সকাল ৬টা পর্যন্ত পণ্যবাহী গাড়িগুলি কলকাতায় প্রবেশ করতে পারে। তবে আগামী ২১ সেপ্টেম্বর (মহালয়ার দিন) ভোর ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতার রাস্তায় কোনও পণ্যবাহী গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ। যদিও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিকে ছাড় দেওয়া হচ্ছে।

Advertisement

এর পরে গত বছরের মতো এ বারও দুর্গাপুজোর তৃতীয়া থেকেই কলকাতার রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। আগামী ২৫ সেপ্টেম্বর তৃতীয়া। ওই দিন সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত কলকাতার রাস্তায় কোনও পণ্যবাহী গাড়ি প্রবেশ করতে পারবে না। একই ভাবে চতুর্থী থেকে চতুর্দশীর ভোর পর্যন্তও (দশমী থেকে চতুর্দশী পর্যন্ত প্রতিমা নিরঞ্জনের জন্য) পণ্যবাহী গাড়ির প্রবেশের উপর নিয়ন্ত্রণ জারি করা হয়েছে।

চতুর্থীতে সকাল ৬টা থেকে রাত ২টো পর্যন্ত, পঞ্চমীতে সকাল ৮টা থেকে রাত ২টো পর্যন্ত, ষষ্ঠীতে সকাল ৮টা থেকে রাত ৩টে পর্যন্ত, সপ্তমীতে সকাল ৮টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত, অষ্টমীতে সকাল ৭টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত এবং নবমীতে সকাল ৮টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত কোনও পণ্যবাহী গাড়ি কলকাতায় প্রবেশ করতে পারবে না। মহালয়া এবং পুজোর অন্য দিনগুলিতে গ্যাসের সিলিন্ডার, সিএনজি, পেট্রোপণ্য, তেল, অক্সিজেন, দুধ, ওষুধ, সব্জি, ফল, মাছ— এই সকল পণ্যের গাড়িকে কড়াকড়ির আওতার বাইরে রাখা হয়েছে।

Advertisement

যে পণ্যবাহী গাড়িগুলির ওজন ১৬০০ কেজির কম, সেগুলিকেও মহালয়ার দিন বিকেল ৪টে থেকে যাতায়াত করতে দেওয়া হবে। তৃতীয়া থেকে নবমী পর্যন্ত দুপুর ৩টে পর্যন্ত যাতায়াত করতে পারবে এই গাড়িগুলি। এ ছাড়া বন্দরে যাতায়াতের গাড়িগুলিকেও দুপুর তৃতীয়া থেকে নবমী পর্যন্ত ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলাচল করতে দেওয়া হবে। নিয়ন্ত্রণের সময়ে পণ্যবাহী হালকা গাড়িগুলিকেও দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

পাশাপাশি প্রতিমা নিরঞ্জনের জন্য দশমী থেকে চতুর্দশীর ভোর পর্যন্তও কলকাতার রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আগামী ২ অক্টোবর দশমী। ওই দিন সকাল ৮টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত কোনও পণ্যবাহী গাড়ি কলকাতার রাস্তায় প্রবেশ করতে দেওয়া হবে না। একই রকম কড়াকড়ি থাকছে ৩-৫ অক্টোবরও। আগামী ৫ অক্টোবর, ত্রয়োদশীতে সকাল ৮টা থেকে পরের দিন (চতুর্দশীর) ভোর ৫টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর পরে লক্ষ্মীপুজো প্রতিমা নিরঞ্জনের জন্যও ৭-৮ অক্টোবর, দু’দিনই সকাল ৮টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত কলকাতার রাস্তায় পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। দুর্গা প্রতিমা এবং লক্ষ্মী প্রতিমা নিরঞ্জনের দিনগুলিতেও গ্যাসের সিলিন্ডার, সিএনজি, পেট্রোপণ্য, তেল, অক্সিজেন, দুধ, ওষুধ, সব্জি, ফল, মাছ নিয়ে যাওয়ার গাড়িগুলিকে ছাড় দেওয়া হয়েছে। এই দিনগুলিতে বন্দরে যাতায়াতের গাড়িগুলি দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত যাতায়াত করতে পারবে। পণ্যবাহী হালকা গাড়িগুলির জন্যও ছাড় রয়েছে দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত। ১৬০০ কেজির কম ওজনের পণ্যবাহী গাড়িগুলিকে দুপুর ৩টে পর্যন্ত যাতায়াত করতে দেওয়া হবে।

এ ছাড়া প্রতি বছরের মতো এ বারও পুজোর দিনগুলিতে কলকাতার বিভিন্ন রাস্তায় নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল নিষিদ্ধ রাখা হচ্ছে। উৎসবের দিনগুলিতে রাস্তায় সাধারণ মানুষের ভিড়ের কথা মাথায় রেখে বেশ কিছু রাস্তাকে একমুখী করে দেওয়া হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement