জয়পুরিয়া

ভর্তি নিয়ে ছাত্রদের গোলমাল, জখম ২

ভর্তি প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগের মধ্যেই তা নিয়ে সোমবার শাসক দলের ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধল জয়পুরিয়া কলেজে। এবং তা নতুন মাত্রা পেল কলেজের প্রাক্তন ছাত্ররা তাতে জড়িয়ে যাওয়ায়। প্রশ্ন উঠেছে, তবে কি বেআইনি ভাবে ভর্তির প্রক্রিয়ায় জড়িয়ে যাচ্ছেন প্রাক্তনীরাও?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০৩:২৯
Share:

ভর্তি প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগের মধ্যেই তা নিয়ে সোমবার শাসক দলের ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধল জয়পুরিয়া কলেজে। এবং তা নতুন মাত্রা পেল কলেজের প্রাক্তন ছাত্ররা তাতে জড়িয়ে যাওয়ায়। প্রশ্ন উঠেছে, তবে কি বেআইনি ভাবে ভর্তির প্রক্রিয়ায় জড়িয়ে যাচ্ছেন প্রাক্তনীরাও?
পুলিশ জানায়, সোমবার বিকেল ৩টে নাগাদ কলেজের মূল গেটের সামনে প্রাক্তন ছাত্রদের সঙ্গে বর্তমান ছাত্রদের গোলমাল বাধে। জখম হন বর্তমান দুই ছাত্র। তাঁরা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। আহতদের দাবি, প্রাক্তনেরাও ওই সংগঠনেরই। আক্রান্ত দ্বিতীয় বর্ষের এক ছাত্রের অভিযোগ, কিছু দিন ধরেই কলেজে ভর্তির প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ উঠছিল প্রাক্তন তিন ছাত্রের বিরুদ্ধে। তা নিয়ে তাঁদের সঙ্গে কিছু দিন আগে বচসাও বাধে ওই প্রাক্তন ছাত্রদের। এ দিনও তিনি এক সহপাঠীর সঙ্গে কলেজে ঢোকার সময়ে গেটের বাইরে প্রাক্তনদের সঙ্গে বচসা বাধে। ওই ছাত্রের অভিযোগ, তাঁকে মারধর করে চলে যায় প্রাক্তনদের দলটি।

Advertisement

বর্তমান ছাত্রদের একাংশের অভিযোগ, কলেজের অধ্যক্ষ অশোক মুখোপাধ্যায়ের সঙ্গে যোগসাজশ রয়েছে ওই প্রাক্তন ছাত্রদের। অভিযোগ উড়িয়ে দিয়ে অধ্যক্ষ বলেন, ‘‘রাজ্য সরকার অনলাইনে ভর্তি চালু ও হেল্প ডেস্ক তুলে দেওয়ায় এক শ্রেণির ছাত্রের অসুবিধা হচ্ছে। তারাই অশান্তি করে কলেজের নাম খারাপ করতে চাইছে।’’ তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তমোঘ্ন ঘোষ বলেন, ‘‘খোঁজ নিয়ে দেখব। তবে দলের ঊর্ধ্বে কেউ নয়। অনৈতিক কাজে কেউ যুক্ত থাকলে তারা শাস্তি পাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement