Education

ফি বৃদ্ধি ঘিরে ক্ষোভ সাউথ পয়েন্টে

কর্তৃপক্ষের অবশ্য বক্তব্য, সম্প্রতি রাজ্য সরকার তাদের স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ০২:০৭
Share:

সাউথ পয়েন্ট স্কুল

সাউথ পয়েন্ট স্কুলের পড়ুয়াদের ফি বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছেন কর্তৃপক্ষ। সেই বৃদ্ধির পরিমাণ ২৩-২৫ শতাংশ। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ অভিভাবকেরা। তাঁদের বক্তব্য, প্রতি বছর ফি বাড়লেও এ বারের বৃদ্ধির হার খুবই বেশি। সিদ্ধান্ত বদলানোর আর্জি জানিয়ে ইতিমধ্যেই কয়েক জন অভিভাবক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন।

Advertisement

কর্তৃপক্ষের অবশ্য বক্তব্য, সম্প্রতি রাজ্য সরকার তাদের স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি করেছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে সাউথ পয়েন্টের শিক্ষক-শিক্ষিকাদের বেতন বাড়াতে হবে। অথচ তাঁদের স্কুল সরকারি আর্থিক সাহায্য পায় না। পুরোটাই পড়ুয়াদের ফি-এর উপরে নির্ভরশীল। তাই চলতি শিক্ষাবর্ষে টিউশন ফি-র পাশাপাশি বাড়ানো হচ্ছে অন্য সব ফি-ও।

এক অভিভাবক জানান, তাঁর ছেলের এখন প্রতি মাসে টিউশন ফি লাগে ৩,৬০০ টাকা। এ বার সে প্রথম শ্রেণিতে উঠেছে। টিউশন ফি বেড়ে হচ্ছে ৫,০৭৫ টাকা। তিনি বলেন, ‘‘প্রতি বছর ফি বাড়ে। কিন্তু এতটা একসঙ্গে আগে বাড়েনি।’’ আর এক অভিভাবকের কথায়, ‘‘প্রতিটি ক্লাসে ফি বাড়ানো হয়েছে। ফি না কমালে আমাদের আন্দোলনের পথে যেতে হবে।’’

Advertisement

এ ব্যাপারে সাউথ পয়েন্টের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি বলেন, ‘‘রাজ্য সরকারের কাছ থেকে নো অবজেকশন নিতে গেলে আমাদের জানাতে হয়, রাজ্য সরকারের সমহারে আমরা শিক্ষকদের বেতন দেব। সিবিএসই বোর্ডেও একই বিষয় জানাতে হয়। এই পরিস্থিতিতে ফি বাড়ানোর সিদ্ধান্ত আমাদের নিতে হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন