Gun Shot

নিউ টাউনের নারায়ণপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু প্যারোলে মুক্ত আসামীর, দুষ্কৃতীরা পালাল বাইকে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়িতে চেপে যাচ্ছিলেন দেবজ্যোতি। সেই সময় বাইকে চেপে আসেন কয়েক জন। তার পর তাঁকে ঘিরে ধরে গুলি চালানো হয় বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৩ ২১:২৫
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

নিউ টাউনের নারায়ণপুরের ফায়ার ব্রিগেড মোড়ে গুলি চলল। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর দেহে ১৩টি বুলেটের আঘাতের চিহ্ন রয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম দেবজ্যোতি ঘোষ। সম্প্রতি তিনি প্যারোলে জেল থেকে মুক্তি পেয়েছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়িতে চেপে প্যারোলের শর্ত মেনে থানায় হাজিরা দিতে যাচ্ছিলেন দেবজ্যোতি। সেই সময় বাইকে চেপে আসেন কয়েক জন। তার পর রাস্তায় দেবজ্যোতিকে ঘিরে ধরে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম দেবজ্যোতিকে এর পর বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

গুলি চালানোর পর দুষ্কৃতীরা বাইক চলিয়ে পালিয়ে যায় বলে স্থানীয়দের দাবি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement