ঝুলন্ত দেহ

এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল। শনিবার ভোরে আলিপুর থানার চেতলাহাট রোডের ঘটনা। মৃতের নাম দেবাশিস নায়েক (৪৫)। পুলিশের অনুমান, এটি আত্মহত্যায়। অন্য দিকে শুক্রবার রাতেও মুচিপাড়া থানার গোকুল বড়াল স্ট্রিট থেকে এক যুবকের ঝুলন্ত দেহ মেলে। মৃতের নাম গোপাল সেন (২০)। তিনি স্থানীয় একটি শপিং মলে কাজ করতেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০১৫ ০২:৫৫
Share:

এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল। শনিবার ভোরে আলিপুর থানার চেতলাহাট রোডের ঘটনা। মৃতের নাম দেবাশিস নায়েক (৪৫)। পুলিশের অনুমান, এটি আত্মহত্যায়। অন্য দিকে শুক্রবার রাতেও মুচিপাড়া থানার গোকুল বড়াল স্ট্রিট থেকে এক যুবকের ঝুলন্ত দেহ মেলে। মৃতের নাম গোপাল সেন (২০)। তিনি স্থানীয় একটি শপিং মলে কাজ করতেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তার ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সময়ে গোপালের মা বাড়িতে ছিলেন না। পুলিশ জানিয়েছে, তিনি ফিরে দেখেন, বাথরুমে সিলিংয়ের হুক থেকে গামছার ফাঁস লাগিয়ে ঝুলছেন গোপাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement