Coronavirus

সংক্রমণ রোখার পদক্ষেপ ক্যামেরায় তুলতে নির্দেশ

বৃহস্পতিবার রাতের পার্ক স্ট্রিটে যেখানে যেখানে ভিড় হয়েছিল এবং আজ, শুক্রবার নতুন বছরের প্রথম দিন যেখানে যেখানে ভিড় হওয়ার আশঙ্কা রয়েছে, সেখানে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজ়ার বিলোবে পুলিশ।

Advertisement

শিবাজী দে সরকার

কলকাতা শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ০২:৫৭
Share:

—ফাইল চিত্র

আদালতের নির্দেশের পরে বর্ষবরণ বা নতুন বছরের প্রথম দিনের ভিড় ঠেকাতে মানুষের সুবুদ্ধির সঙ্গে একাধিক পদক্ষেপ করেছে লালবাজার। এ বার নিজেদের সেই পদক্ষেপগুলি ক্যামেরাবন্দি করে রাখতে চাইছে তারা। বৃহস্পতিবার সকালে এই নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে থানার ওসি এবং এসি দের মতো আধিকারিকদের কাছে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতের পার্ক স্ট্রিটে যেখানে যেখানে ভিড় হয়েছিল এবং আজ, শুক্রবার নতুন বছরের প্রথম দিন যেখানে যেখানে ভিড় হওয়ার আশঙ্কা রয়েছে, সেখানে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজ়ার বিলোবে পুলিশ। একই সঙ্গে পুলিশের তরফে মাইকে প্রচার করা হবে, যাতে মানুষ জমায়েত না করেন। তার জন্য শহরের বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে ট্র্যাফিক পুলিশের বুথ বা সাধারণ পুলিশের কিয়স্কগুলিকে পুলিশ সহায়তা ক্যাম্পে পরিণত করা হয়েছে। সেখান থেকেই যেমন মাইকে ঘোষণা হবে, তেমনই মাস্ক স্যানিটাইজ়ার বিলি হবে। পুলিশের এই কাজকে ক্যামেরাবন্দি করতে থানার ওসি এবং এসিদের নির্দেশ দিয়েছে লালবাজার। ওই নির্দেশে বলা হয়েছে, পুলিশ যে ব্যবস্থা গ্রহণ করেছে সেটি ভিডিয়ো করে রেখে লালবাজারে পাঠাতে হবে।

পুলিশের একাংশের মতে, কলকাতা হাইকোর্ট বর্ষবরণ বা নতুন বছরের ভিড় নিয়ে একাধিক ব্যবস্থা গ্রহণ করতে বলেছিল। পরবর্তীকালে আদালত ভিড় নিয়ে রিপোর্ট চাইলে পুলিশ কী করেছে, তার প্রমাণ হিসেবে ওই ভিডিয়ো দেখানো যাবে বলে মনে করা হছে। এর আগে দুর্গাপুজোর ভিড় নিয়ে হাইকোর্টের নির্দেশ মানা হয়েছিল কি না, সে জন্য বিভিন্ন বড় পুজো মণ্ডপের বাইরে এবং ভিতরে ছবি সংগ্ৰহ করে রেখেছিল পুলিশ। যা পরে কোর্টে প্রশংসিত হয়।

Advertisement

আরও খবর: ২০২২-এর মার্চেই কোভিডের আগের অবস্থায় ফিরবে অর্থনীতি: নীতি আয়োগ

আরও খবর: বঙ্গ বিজেপির আড়ালের সেনাপতি শিবপ্রকাশের দায়িত্ব বাড়ল ভোটের মুখে

এক পুলিশ আধকারিক জানান, প্রতি জায়গাতেই লালবাজার ছবি তুলে রাখতে বলেছে। সেই ছবি তুলে তা লালবাজারকে পাঠাতে হবে। তবে আদালতের নির্দেশের পরে পুলিশ যে ব্যবস্থা গ্রহণ করেছে, তার প্রমাণ হিসেবে ওই ছবি তুলে রাখা কি না, সেই বিষয়ে কোনও কর্তা কিছু বলতে চাননি।

বছরের প্রথম দিন ভিক্টোরিয়ায় যাতে ভিড় বেশি না হয়, কর্তৃপক্ষ সেই ব্যবস্থা করেছেন বলেই পুলিশ সূত্রের খবর। ময়দানে যাতে ভিড় বেশি না হয়, সে জন্যও সেখানে সকাল থেকেই টহল দেবে পুলিশের একাধিক দল। লালবাজার জানিয়েছে, বছরের প্রথম দিনে সাধারণত ময়দান, নিউ মার্কেট এলাকায় ভিড় উপচে পড়ে। তাই সে সব জায়গায় বিশেষ নজরদারি চালানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন