Kolkata news

বউবাজারে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি, মৃত ২

বউবাজারে ভেঙে পড়ল পুরনো একটি বাড়ির একাংশ। ভিতরে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। উদ্ধারে পুলিশ ও দমকলবাহিনী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৭ ১৩:১৩
Share:

চলছে উদ্ধারকাজ। নিজস্ব চিত্র।

বউবাজারের ১০, ইন্ডিয়ান মিরর স্ট্রিটে ভেঙে পড়ল পুরনো একটি বাড়ির একাংশ। দুর্ঘটনায় মৃত্যু হল হান্স সাউ(২০) ও হিমাদ্রি পাহাড়ি(৩৮) নামের দু’জনের। দীর্ঘক্ষণ ধরেই ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া ওই দু’জনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ ও দমকলবাহিনী। বাড়ির ভিতর থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে আটকে থাকা বেশ কয়েক জনকে। এখনও ঘটনাস্থলে রয়েছে অ্যাম্বুল্যান্স ও উদ্ধারকারী দল। গোটা পরিস্থিতির উপর নজর রাখতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Advertisement

পুরসভা সূত্রে খবর, তালতলা থানার ওই বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল আগেই। বাড়িটি খালি করে দেওয়ার জন্য বারবার তাগাদাও দেওয়া হচ্ছিল বাসিন্দাদের। কিন্তু টনক নড়েনি তাঁদের। পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থল যান দমকলমন্ত্রী তথা মেয়র শোভন চট্টোপাধ্যায়।

গতকালও মুরারিপুকুরে ভেঙে পড়েছিল একটি বিপজ্জনক বাড়ি।

Advertisement

আরও পড়ুন: ফের ভাঙল জীর্ণ বাড়ি

পুরসভার তরফে বিপজ্জনক নোটিশ দেওয়ার পরেও বাড়ি ছেড়ে যাননি বাসিন্দারা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement