কেব্‌লের বিল নিয়ে বচসা

বাড়িতে কেব্‌ল টিভির ভাড়া নিতে এসেছিলেন এক যুবক। কিন্তু বচসায় জড়িয়ে ওই যুবক এবং তাঁর বন্ধুদের হাতে গৃহকর্তাকে প্রহৃত হতে হল বলে অভিযোগ উঠেছে। রবিবার, বরাহনগর থানার মল্লিক কলোনির ঘটনা। পুলিশ জানিয়েছে, মল্লিক কলোনির বাসিন্দা মনোজকুমার রায়ের বাড়িতে এ দিন এক যুবক কেব্‌ল টিভির টাকা চাইতে আসেন। অভিযোগ, মনোজবাবু বিল নিয়ে প্রশ্ন করলে ছেলেটি তাঁকে অভব্য ভাবে জবাব দেয়। ছেলেটিকে বেরিয়ে যেতে বলেন মনোজবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০১৫ ০০:৩১
Share:

বাড়িতে কেব্‌ল টিভির ভাড়া নিতে এসেছিলেন এক যুবক। কিন্তু বচসায় জড়িয়ে ওই যুবক এবং তাঁর বন্ধুদের হাতে গৃহকর্তাকে প্রহৃত হতে হল বলে অভিযোগ উঠেছে। রবিবার, বরাহনগর থানার মল্লিক কলোনির ঘটনা।
পুলিশ জানিয়েছে, মল্লিক কলোনির বাসিন্দা মনোজকুমার রায়ের বাড়িতে এ দিন এক যুবক কেব্‌ল টিভির টাকা চাইতে আসেন। অভিযোগ, মনোজবাবু বিল নিয়ে প্রশ্ন করলে ছেলেটি তাঁকে অভব্য ভাবে জবাব দেয়। ছেলেটিকে বেরিয়ে যেতে বলেন মনোজবাবু। অভিযোগ, ছেলেটি তখনই ফোনে দু’তিন জনকে ডেকে এনে তাঁকে মারধর করে। মনোজবাবুর মাথা-নাক ফেটে যায়। এর পরেই ওই যুবকেরা পালায়। পরে থানায় অভিযোগ দায়ের করেন মনোজবাবু।

Advertisement

কেব্‌ল টিভি সংস্থার মালিক দেবব্রত দত্ত পাল্টা অভিযোগে জানান, মনোজবাবু কোনও মাসেই ঠিক মতো বিল দেন না। এপ্রিল ও মে মাসের বিল নিয়ে তাঁর এক কর্মচারী মনোজবাবুর বাড়িতে গেলে মনোজবাবুই তাঁকে থাপ্পড় মারেন। পুলিশ জানিয়েছে, দু’পক্ষেরই অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement