2020 Kolkata International Book Fair

বইমেলায় দিনভর উৎসবের আমেজ

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ০১:৫৪
Share:

মগ্ন: বুধবার, বইমেলার প্রথম দিনে। ছবি: স্নেহাশিস ভট্টাচার্য

সরস্বতী পুজোয় বই কেনা, বই দেখা ও বই পড়ার সঙ্গেই মেলার মাঠে উদ্‌যাপন চলল ‘বাঙালির প্রেমদিবসের’। সব মিলিয়ে কলকাতা বইমেলার প্রথম দিনে উৎসবের ছবিটাই ছিল প্রধান। বুধবার বইমেলার এ বারের থিম দেশ রাশিয়ার প্যাভিলিয়নের উদ্বোধন করা হয়েছে। সেখানে এসেছিলেন মন্ত্রী পর্যায়ের রুশ পদাধিকারী ভ্লাদিমির গ্রিগরিয়েভ। পাশাপাশি, রাজ্যের দমকল দফতরেরও একটি স্টল এ দিন চালু হয়েছে। যেটির আনুষ্ঠানিক সূচনা করেন দমকলমন্ত্রী সুজিত বসু। স্টলের সামনেই আগুন নিয়ন্ত্রণের নানা কৌশল দেখালেন দমকলকর্মীরা।

Advertisement

সল্টলেকের করুণাময়ী মোড়ের কাছে বইমেলার ভিতরে ও বাইরে নিরাপত্তা এবং নজরদারির কড়া ব্যবস্থা করেছে পুলিশ। অটোর প্রতিটি রুটে টাঙানো হয়েছে ভাড়ার তালিকা। বইমেলার জন্য করা হয়েছে পার্কিংয়ের বিশেষ ব্যবস্থাও। সল্টলেকের বিভিন্ন এলাকায় ঝোলানো হয়েছে পথ নির্দেশিকা। তবে এ দিন ভিড় ছিল কখনও বেশি, কখনও বা একটু কম। তার মধ্যেই দেখা গেল, তৃণমূল এবং বাম ছাত্র-যুবদের স্টলের সজ্জায় ফুটে উঠেছে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ। এই সংক্রান্ত একাধিক বইও প্রকাশিত হয়েছে। শুধু বই বা স্টলের সজ্জাতেই নয়, কফির কাপ থেকে শুরু করে টি শার্টেও দেখা গিয়েছে এ বিষয়ে প্রতিবাদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন