Kolkata News

হাওড়া ব্রিজে রেষারেষি দুই বাসের, দুর্ঘটনায় আহত ৯

ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিন জন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার জেরে দিনের ব্যস্ততম সময়ে হাওড়া ব্রিজ ও তার আশেপাশের রাস্তায় প্রবল যানজট হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৭ ১০:১০
Share:

এই গাড়িটিকেই ধাক্কা মেরেছে মিনি বাসটি।—নিজস্ব চিত্র।

দু’টি বাসের রেষারেষিতে ফের দুর্ঘটনা শহরে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন নয় জন। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার জেরে দিনের ব্যস্ততম সময়ে হাওড়া ব্রিজ ও তার আশেপাশের রাস্তায় প্রবল যানজট হয়েছে।

Advertisement

আরও পড়ুন: ফের লাহৌরে বিস্ফোরণ, মৃত ২, আহত ২০

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ একটি মিনিবাস ও সরকারি বাসের রেষারেষির জেরে হাওড়া ব্রিজের উপরে দুর্ঘটনাটি ঘটে। দু’টি বাসই হাওড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল বলে খবর। এই সময় পিছনের মিনিবাসটি ওভারটেক করতে যায় সরকারি বাসটিকে। তখন উল্টো দিকে কলকাতা থেকে হাওড়ার দিকে আসছিল একটি অ্যাম্বাসাডর। নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বাসাডরটিকে সজোরে ধাক্কা মারে মিনিবাসটি। প্রবল ধাক্কায় ‘ইউ-টার্ন’ নিয়ে ঘুরে গিয়ে থামে সেটি। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনায় গুরুতর আহত হন অ্যাম্বাসাডরের তিন যাত্রী।

Advertisement

এই দু’টি গাড়ির মধ্যেই চলছিল রেষারেষি

আরও পড়ুন: মেট্রো লাইনচ্যুত, ভোগান্তি যাত্রীদের

দুর্ঘটনার জেরে বেশ কিছু ক্ষণের জন্য হাওড়া ব্রিজে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। হাওড়া ব্রিজ-সহ, স্ট্র্যান্ড রোড এবং এমজি রোডেও যান চলাচল ব্যহত হয়। কলকাতা পুলিশ সূত্রে খবর, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন