নাজির খান। — নিজস্ব চিত্র।
বাড়ি থেকে বেরিয়েছিলেন স্ত্রী। ফিরে এসে দেখেন সেনা, রুপোর গয়না-সহ প্রায় ২ লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছে। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তাঁর স্বামীকেই গ্রেফতার করল পুলিশ।
গত ১১ নভেম্বর মুদিয়ালির বাসিন্দা সান্নো খানের অভিযোগ ছিল ১৫ গ্রামের সোনার হার, ৭ গ্রামের সোনার দুল, রুপোর নুপুর ও গ্লাস-সহ ১ লক্ষ ৯২ হাজার টাকা চুরি হয়েছে। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখে অভিযোগকারিনীর স্বামী নাজির খানকে গ্রেফতার করে পুলিশ।
(বাঁ দিকে) শাহবাজ আলি এবং সাহিল আহমেদ (ডান দিকে)। — নিজস্ব চিত্র।
অন্য দিকে, গত ২০ ডিসেম্বর একবালপুরের বাসিন্দা নাজ়রা বেগমের অভিযোগ ছিল দুপুরে তাঁর বাড়ি থেকে প্রায় ৫৫-৬৫ লক্ষ টাকার সোনার গয়না-সহ নগদ ৫০ হাজার টাকা চুরি হয়েছে। তদন্তে পুলিশ জানতে পারে, বিশেষ চাবি দিয়ে দরজা খুলে শাহবাজ আলি ও সাহিল আহমেদ নামের দু’ই যুবক চুরি করেছিলেন। নিজেদের পরিচয় গোপন করতে পাঁচ বার গাড়িও বদল করেছিলেন তাঁরা। দু’জনকে গ্রেফতার করে সমস্ত গয়না উদ্ধার করেছে পুলিশ।