Police Investigation

বাড়ি থেকে চুরি সোনা-রুপোর গয়না-সহ প্রায় ২ লক্ষ টাকা, গ্রেফতার ‘কীর্তিমান’ স্বামী!

গত ১১ নভেম্বর মুদিয়ালির বাসিন্দা সান্নো খানের অভিযোগ ছিল ১৫ গ্রামের সোনার হার, ৭ গ্রামের সোনার দুল, রুপোর নুপুর ও গ্লাস-সহ ১ লক্ষ ৯২ হাজার টাকা চুরি হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ০০:৩০
Share:

নাজির খান। — নিজস্ব চিত্র।

বাড়ি থেকে বেরিয়েছিলেন স্ত্রী। ফিরে এসে দেখেন সেনা, রুপোর গয়না-সহ প্রায় ২ লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছে। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তাঁর স্বামীকেই গ্রেফতার করল পুলিশ।

Advertisement

গত ১১ নভেম্বর মুদিয়ালির বাসিন্দা সান্নো খানের অভিযোগ ছিল ১৫ গ্রামের সোনার হার, ৭ গ্রামের সোনার দুল, রুপোর নুপুর ও গ্লাস-সহ ১ লক্ষ ৯২ হাজার টাকা চুরি হয়েছে। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখে অভিযোগকারিনীর স্বামী নাজির খানকে গ্রেফতার করে পুলিশ।

(বাঁ দিকে) শাহবাজ আলি এবং সাহিল আহমেদ (ডান দিকে)। — নিজস্ব চিত্র।

অন্য দিকে, গত ২০ ডিসেম্বর একবালপুরের বাসিন্দা নাজ়রা বেগমের অভিযোগ ছিল দুপুরে তাঁর বাড়ি থেকে প্রায় ৫৫-৬৫ লক্ষ টাকার সোনার গয়না-সহ নগদ ৫০ হাজার টাকা চুরি হয়েছে। তদন্তে পুলিশ জানতে পারে, বিশেষ চাবি দিয়ে দরজা খুলে শাহবাজ আলি ও সাহিল আহমেদ নামের দু’ই যুবক চুরি করেছিলেন। নিজেদের পরিচয় গোপন করতে পাঁচ বার গাড়িও বদল করেছিলেন তাঁরা। দু’জনকে গ্রেফতার করে সমস্ত গয়না উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement