এসআইআর শুনানিতে হাজিরা মহম্মদ শামির। ছবি: সংগৃহীত।
এসআইআর শুনানিতে হাজিরা দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামি। মঙ্গলবার সকালে তিনি যাদবপুরের বিক্রমগড় এলাকার শুনানিকেন্দ্রে হাজিরা দিয়েছেন। সঙ্গে ছিলেন তাঁর ভাই। যাবতীয় নথি নিয়ে শুনানিকেন্দ্রে যান তিনি।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানির নোটিস আগেই পেয়েছিলেন ডানহাতি জোরে বোলার। নির্বাচন কমিশন সূত্রে খবর, শামির এনুমারেশন ফর্মে প্রয়োজনীয় একাধিক তথ্য ছিল না। তাই নির্দিষ্ট নথি নিয়ে নির্ধারিত দিনে শুনানিকেন্দ্রে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। তবে শামি জানিয়েছিলেন, তিনি রাজকোটে বিজয় হজারে ট্রফিতে বাংলার হয়ে খেলতে ব্যস্ত, ফেরার পর হাজিরা দেবেন তিনি। সেইমতো মঙ্গলবার সকালে শামি বিক্রমগড়ের কাটজুনগরে স্বর্ণময়ী বিদ্যাপীঠে পৌঁছে যান। লোকচক্ষুর আড়ালে পিছনের দরজা দিয়ে শুনানিকেন্দ্রে প্রবেশ করেন শামি ও তাঁর ভাই।
শুনানির পর বেরিয়ে ক্রিকেটার জানিয়েছেন, গোটা প্রক্রিয়ায় তাঁকে কোনও অসুবিধায় পড়তে হয়নি। সকলেই তাঁকে সাধ্যমতো সাহায্য করেছেন। শামি বলেন, ‘‘এসআইআর একটি ভাল বিষয়। নাম সংশোধন অবশ্যই প্রয়োজন। তাই শুনানিতে ডাক পেলে উপেক্ষা করা উচিত নয়। আমাকে যত বার ডাকবে, তত বার আসব।’’
জন্মসূত্রে উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও ক্রিকেট খেলার সুবাদে বহু বছর ধরে কলকাতায় থাকছেন শামি। তিনি কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার হিসাবেও নথিভুক্ত। নির্বাচন কমিশন সূত্রে খবর, শামি এনুমারেশন ফর্ম ঠিক ভাবে পূরণ করেননি। তাই তিনি শুনানির নোটিস পেয়েছিলেন। এনুমারেশন ফর্মের কেবল উপরের অংশ পূরণ করেছিলেন শামি। নীচের অংশে কিছুই লেখেননি। জন্মতারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর, বাবার নাম এবং মায়ের নাম লিখলেও বাবা বা মায়ের এপিক নম্বরও লেখেননি ভারতীয় দলের ক্রিকেটার। ফর্মের নীচের অংশেও কোনও তথ্য দেননি। এমনকি, শামির ফর্মের ডান দিকে নাকি তাঁর ছবিও ছিল না।