Ganja Seized in Kolkata

বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার কলকাতায়! ওড়িশা থেকে পাচারের পথে গাড়ি থামিয়ে তল্লাশি পুলিশের, ধৃত দুই

ধৃতদের নাম নাজিমুদ্দিন মোল্লা এবং তাইজুল মোল্লা। নাজিমুদ্দিন দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপির বাসিন্দা। তাইজুলের বাড়ি মগরাহাটের যুগদিয়ায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৬:৪৩
Share:

বিপুল পরিমাণ গাঁজা-সহ ধৃত দুই। ছবি: সংগৃহীত।

ওড়িশা থেকে কলকাতায় পাচারের পথে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। তল্লাশি অভিযান চালিয়ে সোমবার রাতে খাস কলকাতার খিদিরপুর এলাকা থেকে দু’জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় ১২৫ কেজি গাঁজা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর ছিল, একটি মালবাহী গাড়িতে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ওড়িশা থেকে কলকাতার দিকে রওনা দিয়েছে মাদক পাচারকারীরা। সেইমতো সোমবার রাতে অভিযান চালানো হয় শহরে। পুলিশ আধিকারিক ও কর্মীরা দু’টি দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন প্রবেশপথ এবং গুরুত্বপূর্ণ রুটে কড়া নজরদারি শুরু করেন। সন্দেহভাজন কোনও গাড়ি দেখলেই তা থামিয়ে তল্লাশি চালানো হতে থাকে। দীর্ঘ তল্লাশির পর শেষমেশ খিদিরপুর এলাকায় একটি ধূসর রঙের মালবাহী গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় প্রায় ১২৫ কেজি গাঁজা! পুলিশ সূত্রে খবর, গাড়ির ভিতর বিশেষ ভাবে তৈরি চেম্বারে লুকিয়ে রাখা ছিল ওই মাদক। সমস্তটাই বাজেয়াপ্ত করা হয়। গাড়িতে থাকা দু’জনকেও হাতেনাতে ধরে ফেলে পুলিশ।

জানা গিয়েছে, ধৃতদের নাম নাজিমুদ্দিন মোল্লা এবং তাইজুল মোল্লা। নাজিমুদ্দিন দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপির বাসিন্দা। তাইজুলের বাড়ি মগরাহাটের যুগদিয়ায়। পুলিশ জানিয়েছে, কী ভাবে তাঁদের গাড়িতে মাদক এল সেই প্রশ্ন করা হলে কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি দুই যুবক। তাঁদের বয়ানেও একাধিক অসঙ্গতি ছিল। দু’জনের বিরুদ্ধেই মাদক পাচার সংক্রান্ত একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাদক পাচারের এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, জানতে তদন্ত চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement