নাগেরবাজারে আহতের ছুটি

নাগেরবাজারের বিস্ফোরণে আহত নবকুমার দাস ও হারান সরকারের চিকিৎসা চলছিল আরজি কর হাসপাতালে। হারান হাসপাতাল থেকে ছাড়া পান সোমবার। ‘ডিসচার্জ সার্টিফিকেট’ লেখা হয়ে গেলেও নবকুমার ছুটি পাননি। আজ, মঙ্গলবার তাঁকে ছাড়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ০১:২৮
Share:

বিস্ফোরণের পর ঘটনাস্থল খতিয়ে দেখছেন পুলিশকর্তারা। —ফাইল চিত্র

নাগেরবাজারের বিস্ফোরণে আহত নবকুমার দাস ও হারান সরকারের চিকিৎসা চলছিল আরজি কর হাসপাতালে। হারান হাসপাতাল থেকে ছাড়া পান সোমবার। ‘ডিসচার্জ সার্টিফিকেট’ লেখা হয়ে গেলেও নবকুমার ছুটি পাননি। আজ, মঙ্গলবার তাঁকে ছাড়া হবে।

Advertisement

নবকুমারের ছেলে সুমনের অভিযোগ, তাঁর বাবা ঠিকমতো চলাফেরা করতে পারছেন না, তবু তাঁতে ‘ডিসচার্জ সার্টিফিকেট’ দেওয়া হয়েছে। হাসপাতালের সুপার মানস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রোগীকে আমার সঙ্গে দেখা করতে বলুন। এই নিয়ে সংবাদমাধ্যমে কিছু বলব না।’’ সুমনের অনুরোধে এ দিন ছাড়া হয়নি তাঁর বাবাকে। এসএসকেএমে চিকিৎসাধীন সীতা ঘোষের শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে। মঙ্গলবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা তাঁর স্বামী জন্মেজয়ে। স্‌প্লিন্টার বার করার আগে শুভম দে-র এ বিষয়ে নিশ্চিত হতে পারছেন না চিকিৎসকেরা। আরজি করে চিকিৎসাধীন ফল বিক্রেতা অজিত হালদার অবস্থার উন্নতি হয়নি। শরৎচন্দ্র শেঠির কিছুটা উন্নতি হয়েছে বলে জানান চিকিৎসকেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন