Mukul Roy

‘সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানো ভুল হয়েছিল’, ভিন্ন সুর এ বার মুকুলের গলায়

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন সিঙ্গুর আন্দোলন হয়েছিল, তখন তৃণমূলে সামনের সারিতেই ছিলেন মুকুল রায়। তা হলে এখন কেন এই উল্টো সুর?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ১৮:০১
Share:

রবিবার হেস্টিংসের সাংবাদিক বৈঠকে মুকুল রায়, সৌমিত্র খাঁ, রিমঝিম মিত্র। নিজস্ব চিত্র

একসময়ে তিনিই ছিলেন সিঙ্গুর আন্দোলনের সামনের সারির অন্যতম সৈনিক। কিন্তু আজকের বিজেপি নেতা মুকুল রায়ের গলায় শোনা গেল অন্য সুর। রবিবার সাংবাদিক বৈঠকে লিখিত বয়ান নিয়ে এসেছিলেন তিনি। আর সেই বয়ান পড়েই সিঙ্গুর নিয়ে অবস্থান স্পষ্ট করলেন তিনি। বললেন, ‘‘সিঙ্গুর থেকে টাটাদের তাড়ানো ভুল হয়েছিল। তখনও বলেছিলাম, এখনও বলছি। টাটাদের তাড়ানোর পর থেকে রাজ্যে আর শিল্প আসছে না।’’

Advertisement

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন সিঙ্গুর আন্দোলন হয়েছিল, তখন তৃণমূলে সামনের সারিতেই ছিলেন মুকুল রায়। তা হলে এখন কেন এই উল্টো সুর? এই প্রশ্নের উত্তর দিয়ে মুকুল জানিয়েছেন, তিনি তখনও বিরোধিতা করেছিলেন।এখনও স্পষ্ট বিরোধিতা করছেন। রবিবার রাজ্যের শিল্পের পরিস্থিতি নিয়েও মমতাকে তোগ দাগেন মুকুল। তিনি বলেন রাজ্যে শেষ ১০ বছরের মধ্যে কোনও শিল্প আসেনি। চাকরিও হয়নি সাধারণ যুবকদের। রাজ্যে সিন্ডিকেটের কারণে একের পর এক শিল্প চলে গিয়েছে। কাজ হারিয়েছেন সাধারণ মানুষ। বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন হয়েছে বছরের পর বছর। কিন্তু কোনও সংস্থাই রাজ্যে বিনিয়োগ করেনি।

আরও পড়ুন: আমেরিকায় মহাত্মা গাঁধীর মূর্তি ভাঙল ‘খালিস্তান সমর্থকরা’​

Advertisement

সিঙ্গুর নিয়ে রবিবার মুখ খোলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘‘একদিকে সিঙ্গুর থেকে টাটার কারখানা চলে গিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের মানুষকে কাজ দিতে পারেননি। তাঁরা বেকারই রয়ে গিয়েছেন।’’

আরও পড়ুন: কনভয়ে হামলায় ‘লজ্জিত’ নড্ডার বাঙালি স্ত্রী, প্রচারে আসতে চান বঙ্গে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন